পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UK Vaccine Certification : ভারতের পাটকেলে সুর নরম ব্রিটেনের, ভারতীয় টিকাকে স্বীকৃতির বার্তা - কোভিড ভাইরাস

আগামী দিনে ভারতের কোভিশিল্ডকে স্বীকৃতি দেওয়া হতে পারে ৷ এমনই বার্তা দিল ব্রিটিশ সরকার ৷ মনে করা হচ্ছে, বাধ্যতামূলক নিভৃতবাস নিয়ে ভারতের কঠোর মনোভাবেই সুর নরম করতে বাধ্য হয়েছে ব্রিটেন ৷

UK reacts to India's reciprocal move, says engaging with Indian govt on recognition of vaccine certification
UK Vaccine Certification : ভারতের পাটকেলে সুর নরম ব্রিটেনের, আগামী দিনে ভারতীয় টিকাকে স্বীকৃতির বার্তা

By

Published : Oct 2, 2021, 1:00 PM IST

নয়াদিল্লি, 2 অক্টোবর :ইটের বদলে পাটকেল খেয়ে ভোলবদল ব্রিটেনের ৷ তাদের তরফে জানানো হয়েছে, বিশ্বব্যাপী বিভিন্ন দেশে করোনার প্রতিষেধক হিসাবে যেসমস্ত টিকা দেওয়া হচ্ছে, সেগুলিকে যাতে আরও বেশি সংখ্যায় স্বীকৃতির তালিকায় আনা যায়, আগামী দিনে সেই কাজ চালিয়ে যাবে ব্রিটিশ সরকার ৷ এ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে কাজ করবে ব্রিটেন ৷ সূত্রের দাবি, ভারতের কাছ থেকে কড়া জবাব পেয়েই এমন পদক্ষেপ করতে বাধ্য হয়েছে ব্রিটেন ৷

সম্প্রতি ব্রিটেনের তরফে জানানো হয়েছিল, ভারতের কোভিশিল্ডকে (Covishield) তারা তাদের স্বীকৃত টিকার তালিকাভুক্ত করছে না ৷ তাই যাঁরা ভারত থেকে কোভিশিল্ড টিকা নিয়ে ব্রিটেন যাবেন, তাঁদের 10 দিনের জন্য বাধ্যতামূলকভাবে নিভৃতবাসে থাকতে হবে ৷ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বিষয়টিতে হস্তক্ষেপ করার পরও ব্রিটেন তার অবস্থান থেকে সরেনি ৷ এরপরই পাল্টা পদক্ষেপ করে নয়াদিল্লি ৷ সাফ জানিয়ে দেওয়া হয়, ব্রিটেন থেকে যাঁরা ভারতে আসবেন তাঁদের সকলের ক্ষেত্রেও 10 দিনের নিভৃতবাস বাধ্যতামূলক ৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি টিকা নিলেও তা গ্রাহ্য করা হবে না ৷ সূত্রের দাবি, এরপরই টনক নড়ে ব্রিটিশ সরকারের ৷

আরও পড়ুন :Ghana on Covishield : ভারতের কোভিশিল্ড ব্রাত্য ইউরোপে, রাষ্ট্রসংঘে কড়া সমালোচনা ঘানার প্রেসিডেন্টের

ব্রিটিশ হাই কমিশনের তরফে এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়, ‘‘আগামী দিনে বিশ্বের বিভিন্ন দেশ এবং এলাকার সঙ্গে নীতি সম্প্রসারণের পথে হাঁটবে ব্রিটিশ সরকার ৷ যাঁরা ভারতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে করোনার টিকা নিয়েছেন, তাঁদের সেই টিকাকরণকেও যাতে ব্রিটেনের স্বীকৃত টিকার তালিকায় আনা যায়, তা নিশ্চিত করতে আমরা ভারত সরকারের সঙ্গে আগামী দিনেও কাজ করব ৷’’

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র এই প্রসঙ্গে বলেন, ভ্রমণের জন্য ব্রিটেন তার দরজা খুলে রেখেছে ৷ আমরা দেখছি, ভারত থেকে বহু মানুষ ব্রিটেনে যাচ্ছেন ৷ তাঁদের কেউ পর্যটক, কেউ যাচ্ছেন কর্মসূত্রে, আবার কেউ হয়তো পড়ুয়া ৷ ‘‘শুধুমাত্র চলতি বছরের জুন মাসের মধ্যেই 62 হাজার 500-রও বেশি ভারতীয় ছাত্রছাত্রীর ভিসা মঞ্জুর করা হয়েছে ৷ সংখ্যাটা গত বছরের তুলনায় প্রায় 30 শতাংশ বেশি ৷ আমরা ব্রিটেনে যাওয়ার প্রক্রিয়াকে যতটা সম্ভব সহজ করতে চাই ৷’’

আরও পড়ুন :Covid-19 Update : ইউরোপিয়ান ইউনিয়নের 15টি দেশে স্বীকৃতি পেল কোভিশিল্ড

ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, ভারতের কঠোর মনোভাব দেখেই সুর নরম করতে বাধ্য হয়েছে ব্রিটেন ৷ কারণ, ব্রিটিশ নাগরিকদের উপর বাধ্যতামূলক নিভৃতবাসের যে প্রক্রিয়া কার্যকর করার কথা নয়াদিল্লি জানিয়েছিল, তা আগামী 4 অক্টোবর থেকেই শুরু হচ্ছে ৷ তাতে সমস্যায় পড়বেন ভারতে আসা ব্রিটিশ নাগরিকরা ৷ তাই তড়িঘড়ি এই পদক্ষেপ করে নয়াদিল্লিকে বার্তা দিতে চেয়েছে ব্রিটিশ সরকার ৷ তবে তাতে নিভৃতবাসের বিষয়টি এখনও পর্যন্ত কোনও পক্ষই প্রত্যাহার করেনি ৷

ABOUT THE AUTHOR

...view details