নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: ব্রিটেনে কোনও ধরনের চরমপন্থা বা হিংসা গ্রহণযোগ্য নয় ৷ জি20 শীর্ষ সম্মেলনে দিল্লিতে এসে এ কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷ তিনি বলেন যে, তাঁর সরকার বিশেষ করে খালিস্তানপন্থীদের চরমপন্থা মোকাবিলায় ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে । এই চরমপন্থা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন সুনাক ।
শুক্রবার এএনআই-এর সঙ্গে একান্ত সাক্ষাত্কারে ঋষি সুনাক তাঁর ভারতীয় শিকড় সম্পর্কে গর্ববোধ করেন ৷ দু দেশের মধ্যে এফটিএ সমঝোতার বিষয়েও কথা বলেন তিনি ৷
ব্রিটেনে খালিস্তানিপন্থী গোষ্ঠীদের কার্যকলাপে ভারতের উদ্বেগের বিষয়ে একটি প্রশ্নের উত্তরে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন যে, এই ধরনের হিংস্র চরমপন্থাকে যাতে নির্মূল করা যেতে পারে, সে জন্য গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়ার জন্য দুই দেশের ওয়ার্কিং গ্রুপ কাজ করছে ।
সুনাক এএনআই-কে বলেন, "এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে, ব্রিটেন এই ধরনের চরমপন্থা বা হিংসা গ্রহণযোগ্য নয় । এবং সেই কারণেই আমরা বিশেষ করে 'পিকেই'-পন্থী খালিস্তান চরমপন্থা মোকাবিলায় ভারত সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি ৷"