উজ্জয়িনী, 3 অক্টোবর: উজ্জয়িনীতে বুধবার ভেঙে ফেলা হতে পারে নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত অটোচালকের বাড়ি ৷ অভিযোগ, বাড়িটি সরকারি জমি দখল করে বেআইনিভাবে তৈরি করা হয়েছে ৷ সম্ভবত আগামিকাল কর্পোরেশন জেসিবি নিয়ে অভিযুক্তের বাড়ি ভাঙার ব্যবস্থা করবে ।
কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিয়ো ৷ ওই ভিডিয়োতে দেখা গিয়েছিল, রক্তাক্ত ও অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে 12 বছরের একটি মেয়ে ৷ তাকে দেখে কেউ সামনে এগিয়ে এসে সাহায্য তো করেনি, বরং কারোর দরজায় গেলে মেয়েটিকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ৷ এই অবস্থায় প্রায় আড়াই ঘণ্টা রাস্তায় ঘুরে বেড়ায় নাবালিকা ৷ শেষে তাকে সাহায্য করতে এগিয়ে আসে এক সহৃদয় পুরোহিত ৷ তিনিই মেয়েটিকে হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করেন ৷ শারীরিক পরীক্ষা করার পর জানা যায় মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে ৷ এরপরেই ঘটনায় গ্রেফতার করা হয় এক অটোচালককে ৷ অভিযুক্তকে ইতিমধ্যে জেলে পাঠিয়েছে পুলিশ ৷