পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Aadhar Enrolment for New Born Babies : হাসপাতালেই নবজাতকদের আধার কার্ড দেওয়ার পরিকল্পনা সরকারের - Aadhar Enrolment for New Born Babies

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত 131 কোটি মানুষের কাছে আধার কার্ড আছে ৷ তাই এবার নবজাতকদের আধার কার্ড দেওয়া হবে (uidai authority plans provide aadhar enrolment to new born babies) ৷

uidai authority plans provide aadhar enrolment to new born babies
Aadhar Enrolment for New Born Babies : হাসপাতালেই নবজাতকদের আধার কার্ড দেওয়ার পরিকল্পনা সরকারের

By

Published : Dec 17, 2021, 3:44 PM IST

নয়াদিল্লি, 17 ডিসেম্বর : এবার নবজাতকদের আধার কার্ড দেওয়ার পরিকল্পনা করছে সরকার (uidai authority plans provide aadhar enrolment to new born babies) ৷ এমনটাই জানিয়েছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই-এর সিইও সুভাষ গর্গ ৷ তিনি জানিয়েছেন, হাসপাতালেই এই কাজ করা হবে ৷

গর্গ জানান, দেশের 99.7 শতাংশ মানুষ আধার কার্ড পেয়ে গিয়েছেন ৷ এখনও পর্যন্ত 131 কোটি মানুষের কাছে আধার কার্ড রয়েছে ৷ তাই এবার নবজাতকদের আধার কার্ড দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ৷ প্রতিবছর দুই থেকে আড়াই কোটি শিশু জন্ম নেয় ৷ জন্মের সঙ্গে সঙ্গেই তাদের আধার কার্ড দেওয়া হবে ৷

কীভাবে করা হবে সেই কাজ, তার পরিকল্পনার কথাও শুনিয়েছেন সুভাষ গর্গ ৷ তাঁর দাবি, নবজাতকদের ছবি তুলে, তার ভিত্তিতেই দেওয়া হবে আধার কার্ড ৷ তবে তাদের কোনও বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে না ৷ বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে সংশ্লিষ্ট সদ্যোজাতর মা বা বাবার ৷ পাঁচ বছরের বেশি বয়স হয়ে গেলে তখন সংশ্লিষ্ট শিশুর বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে ৷

সুভাষ গর্গ জানিয়েছেন, যে তাঁরা চান দেশের সকলকে আধার কার্ড দিতে ৷ গত বছর আধার কার্ড দেওয়ার জন্য 10 হাজার ক্যাম্প করা হয়েছিল সরকারের তরফে ৷ ওই ক্যাম্পগুলি থেকে 30 হাজার মানুষের নাম আধারে নথিভুক্ত হয়েছে ৷

আরও পড়ুন :SC Stays Bengal Pegasus Commission : পেগাসাস নিয়ে মমতার তদন্ত কমিশনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

এছাড়া তিনি জানান, 2010 সালে আধারে নথিভুক্তকরণের কাজ শুরু হয় ৷ শুরুতে লক্ষ্য ছিল যত বেশি সম্ভব মানুষকে আধার কার্ড দেওয়া ৷ কিন্তু এখন আপডেট করার দিকে নজর বেশি দেওয়া হচ্ছে ৷ প্রতি বছর প্রায় 10 কোটি মানুষ তাঁদের আধার কার্ডে নাম, ঠিকানা, ফোন নম্বর পরিবর্তন করেন ৷ দেশে 140 কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ৷ তার মধ্যে 120 কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা হয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details