পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদির সঙ্গে বৈঠক উদ্ধবের ; আলোচনায় মারাঠা কোটা, তখতের ত্রাণ ! - উদ্ধব ঠাকরে

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackery) ৷ ঘূর্ণিঝড় তখতের ত্রাণ ও মারাঠা কোটা (Maratha quota) নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

Uddhav Thackery meet PM Narendra Modi, Maratha quota, cyclone relief on agenda
মোদির সঙ্গে বৈঠক উদ্ধবের ; আলোচনায় মারাঠা কোটা, তখতের ত্রাণ !

By

Published : Jun 8, 2021, 1:04 PM IST

নয়াদিল্লি, 8 জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackery) ৷ তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও ক্যাবিনেট মন্ত্রী অশোক চৌহান ৷

প্রধানমন্ত্রীর দফতর এই বৈঠকের ছবি শেয়ার করেছে ৷ সূত্রের মারফত্ জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি দেখা করার জন্য 10 মিনিট চেয়েছিলেন উদ্ধব ঠাকরে ৷ বৈঠকে মারাঠা সংরক্ষণ (Maratha quota) ও ঘূর্ণিঝড় তখতের ত্রাণ নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন উদ্ধব ৷ মারাঠা সম্প্রদায়কে সামাজিক ও শিক্ষাগত দিক থেকে পিছিয়ে পড়া জাতি হিসেবে ঘোষণা করার জন্য চিঠিতে অনুরোধ করেছিলেন তিনি ৷ যাতে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সংরক্ষণের সুবিধে পান মারাঠারা ৷

আরও পড়ুন:মহারাষ্ট্র পাবে 1.5 কোটি কোভিশিল্ড, উদ্ধবকে আদরের প্রতিশ্রুতি

2018 সালে মারাঠাদের সংরক্ষণের আওতায় এনেছিলেন দেবেন্দ্র ফড়নবীশ সরকার ৷ গত 31 মে মহারাষ্ট্র সরকার মারাঠাদের জন্য 10 শতাংশ সংরক্ষণ-সহ অনগ্রসর শ্রেণির সুবিধেগুলি আরও বাড়িয়ে দেয় ৷ তবে গত সপ্তাহে এই সংরক্ষণকে অংসাবিধানিক বলে মত পোষণ করে সুপ্রিম কোর্ট ৷ আদালত জানায়, কোনও সংরক্ষণ যেন 50 শতাংশ ছাড়িয়ে না-যায় ৷ কিন্তু মারাঠাদের জন্য 16 শতাংশ সংরক্ষণ থাকলে মোট সংরক্ষণ 50 শতাংশ ছাড়িয়ে যাচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details