মুম্বই, 22 জুন : মহারাষ্ট্রের জোট সরকারের পতনের সমূহ সম্ভাবনা ৷ এই পরিস্থিতিতে আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । মহা বিকাশ আঘাড়ি সরকারের ভবিষ্যৎ কী হতে চলেছে ? তা এই বৈঠকের পর স্পষ্ট হতে পারে ৷ তারমধ্যেই করোনার কোপে পড়লেন শিবসেনা সুপ্রিমো । সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন উদ্ধব।
করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারী (Uddhav Thackeray tests Covid Positive) । দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যপাল।