মুম্বই, 18 ফেব্রুয়ারি: শিবসেনার কর্তৃত্ব একনাথ শিন্ডের তুলে দেওয়ায় সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ৷ নাম না করে কমিশনকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভৃত্য বলেও কটাক্ষ করলেন ৷ তাছাড়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ, মহারাষ্ট্রে আসতে গেলে মোদির এখন বালাসাহেবের মুখোশের প্রয়োজন হবে ৷ তাঁর আক্রমণের নিশানা থেকে বাদ যাননি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও ৷ শিন্ডের বিরুদ্ধে শিবসেনার প্রতীক তির ও ধনুক চুরি করে নেওয়ার অবিযোগ তুলেছেন তিনি ৷
শুক্রবার নির্বাচন কমিশনের তরফে শিবসেনার নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয় একনাথ শিন্ডে শিবিরকে ৷ তার পর সাংবাদিক বৈঠক করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন উদ্ধব ৷ তার পর শনিবার তিনি মাতোশ্রীতে বৈঠক করেন অনুগামীদের সঙ্গে ৷ তার পর বাইরে এসে ভাষণ দেন অনুগামীদের উদ্দেশ্যে ৷ সেখানেই তিনি কমিশন, মোদি ও শিন্ডের বিরুদ্ধে একযোগে সরব হন ৷ কিন্তু এদিন তাঁর মুখে সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে অবশ্য কিছু শোনা যায়নি ৷
1966 সালে শিবসেনা তৈরি করেছিলেন বালাসাহেব ঠাকরে (Bal Thackeray) ৷ দল প্রতিষ্ঠার 57 বছর পর ঠাকরে পরিবারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল শিবসেনা ৷ এই পরিস্থিতিতে এনসিপি-র শরদ পাওয়ার (NCP Chief Sharad Pawar) থেকে কংগ্রেসের পৃথ্বিরাজ চহ্বন, সকলেই উদ্ধবকে কমিশনের সিদ্ধান্ত মেনে নিয়ে পরবর্তী রাজনৈতিক লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন ৷ অনুগামীদের সঙ্গে বৈঠকের পর উদ্ধবের কথায় সেই ইঙ্গিতই পাওয়া গিয়েছে ৷