মুম্বই, 22 সেপ্টেম্বর: "একনাথ শিন্ডে ফের দিল্লি গিয়েছেন মুজরা নাচ দেখাতে", এভাবেই প্রায় তিন মাসের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে আক্রমণ করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ দেশের অন্যতম বৃহৎ খনি কোম্পানি বেদান্ত এবং তাইওয়ানের ইলেকট্রনিক্স কোম্পানি ফক্সকন যৌথ ভাবে ভারতে একটি সেমিকন্ডাকটর প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ৷ 14 সেপ্টেম্বর, বুধবার গুজরাত সরকারের সঙ্গে সেই সংক্রান্ত একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয় ৷ এর বিনিয়োগ মূল্য 1 কোটি 54 হাজার কোটি টাকা ৷ এর আগে এই প্ল্যান্টটি হওয়ার কথা ছিল মহারাষ্ট্রে ৷ সেটি হাতছাড়া হয়ে চলে যায় গুজরাতের কাছে (Uddhav Thackeray slams Eknath Shinde over losing multi-billion Vedanta-Foxconn semiconductor plant deal to Gujarat) ৷ ভারতে গুজরাতেই প্রথম সেমিকন্ডাকটর প্ল্যান্ট তৈরি হবে ৷ প্ল্যান্ট বাস্তবায়িত হলে দেশকে বাইরে থেকে ইলেক্ট্রনিক্স সামগ্রী আমদানি করতে হবে না ৷ পাশাপাশি কয়েক লক্ষ লোকের চাকরিও হওয়ার কথা ৷
স্বাধীন ভারতের কর্পোরেট বিনিয়োগের ক্ষেত্রে এই বেদান্ত-ফক্সকন সেমিকন্ডাকটর প্ল্যান্ট প্রতিষ্ঠা একটা ইতিহাস গড়ার মতোই ৷ মহারাষ্ট্র থেকে তা গুজরাতে চলে যাওয়ায় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বর্তমান মুখ্যমন্ত্রী শিন্ডেকে একহাত নেন ৷ তিনি বলেন, "কয়েক কোটি বিলিয়নের বেদান্ত-ফক্সকন সেমিকন্ডাকটর প্ল্যান্ট ডিল না পেয়েও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী শিন্ডে ৷ কয়েক হাজার কোটি টাকার এই ডিল না পেয়েও চুপ শিন্ডে ৷ একে দিল্লিতে 'মুজরা' নাচের সঙ্গে তুলনা করে তাঁর প্রশ্ন, "মহারাষ্ট্রের প্রজেক্টগুলো অন্য রাজ্যে চলে যাচ্ছে কেন ? এ নিয়ে কথা বলার কোনও সাহস নেই ওঁর (মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে) ?"
আরও পড়ুন: মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকারকে অবৈধ আখ্যা দিলেন মমতা