পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Uddhav Dares Shinde: শিবসেনার প্রতীক কেউ কেড়ে নিতে পারবে না, হুঁশিয়ারি উদ্ধবের - NCP

বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শিবসেনার বিদ্রোহী একনাথ শিন্ডে (Eknath Shinde) ৷ তিনি ও তাঁর অনুগামীরাই আসল শিবসেনা বলে দাবি করা হচ্ছে ৷ এই পরিস্থিতি পালটা তোপ দাগলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ৷ তাঁর হুঁশিয়ারি, শিবসেনার প্রতীক কেউ কেড়ে নিতে পারবে না ৷

Uddhav Thackeray says No one Can Take Shiv Sena Symbol
Uddhav Dares Shinde: শিবসেনার প্রতীক কেউ কেড়ে নিতে পারবে না, হুঁশিয়ারি উদ্ধবের

By

Published : Jul 8, 2022, 5:17 PM IST

Updated : Jul 8, 2022, 6:35 PM IST

মুম্বই, 8 জুলাই : উদ্ধব ঠাকরের থেকে মুখ্যমন্ত্রিত্ব কেড়ে নিয়েছেন একনাথ শিন্ডে (Eknath Shinde) ৷ এবার তিনি শিবসেনাও নিজের দখলে নিতে পারেন বলে জল্পনা চলছে ৷ এই পরিস্থিতিতে শিন্ডে-শিবিরকে পালটা হুঁশিয়ারি দিলেন বালাসাহেবের পুত্র ৷ জানালেন, শিবসেনার প্রতীক কেউ কেড়ে নিতে পারবে না (Uddhav Thackeray says No one Can Take Shiv Sena Symbol) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মাত্র দেড় সপ্তাহের বিদ্রোহ গদিচ্যূত হয়েছেন উদ্ধব (Uddhav Thackeray) ৷ শিবসেনার একনাথ শিন্ডে শিবির তাঁকে বিজেপির (BJP) সঙ্গে হাত মিলিয়ে নতুন সরকার গড়েছে ৷ মুখ্যমন্ত্রী হয়েছেন স্বয়ং শিন্ডে ৷

আর তার পর থেকেই শিন্ডে-শিবির বারবার পালটা হুঁশিয়ারি দিচ্ছে ৷ তারাই আসল শিবসেনা (Shiv Sena) বলে দাবি করছে ৷ বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray) তৈরি দলের প্রতীক তির-ধনুকের দখলও তারা নেবে বলে কার্যত বোঝানোর চেষ্টা চলছে ৷

রাজনৈতিক মহলের মতে, চাপ বাড়ছে উদ্ধবের উপর ৷ তিনি এখন শিবসেনার সভাপতি ৷ কিন্তু শিন্ডে শিবিরের চাপে তিনি সেই পদও হারাতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে ৷ সেই কারণেই তিনি পালটা আক্রমণ করেছেন ৷

এদিন মহারাষ্ট্রে ভোটের দাবিও তুলেছেন ৷ তাঁর বক্তব্য, কংগ্রেস (Congress), এনসিপি (NCP) ও শিবসেনার মহা বিকাশ আঘাড়ি জোট সরকার ফেলে দেওয়া নিয়ে মানুষ কী মনে করছেন, সেই মত নেওয়া দরকার ৷ তাই ভোটের প্রয়োজনীয়তা রয়েছে ৷

শুক্রবার সাংবাদিক বৈঠক করেন উদ্ধব ৷ সেখানেই তিনি এই দাবি করেন ৷ মহারাষ্ট্রে বিজেপি ও শিবসেনা সরকারের বৈধতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন উদ্ধব ৷ সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থও হয়েছেন ৷ তাঁর বক্তব্য, 11 জুলাই শিবসেনার 16 বিধায়ককে বরখাস্ত করা নিয়ে মামলার শুনানি রয়েছে ৷ ফলে বিষয়টি বিচারাধীন ৷ তার পরও কীভাবে সরকার গড়া হল, সেই প্রশ্ন তুলেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন উদ্ধব ৷

আরও পড়ুন :Uddhav moves to SC: মহারাষ্ট্রের রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ উদ্ধব

Last Updated : Jul 8, 2022, 6:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details