মুম্বই ও নয়াদিল্লি, 10 অক্টোবর: নির্বাচন কমিশনের (Election Commission of India) সিদ্ধান্তের বিরোধিতায় দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হল শিবসেনার (Shiv Sena) উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিবির ৷ মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) ও তাঁর অনুগামীদের সঙ্গে উদ্ধবপন্থীদের বিবাদের জেরে দলের প্রতীক ও নাম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন ৷ এদিকে, অন্ধেরি পূর্ব কেন্দ্রে উপনির্বাচন আসন্ন ৷ সেখানে একনাথ গোষ্ঠী বা উদ্ধব শিবির, কোনও পক্ষই শিবসেনার নামে এবং প্রতীকে ভোট লড়তে পারবে না ৷ কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেই আদালতে গেলেন বাল ঠাকরের ছেলে উদ্ধব ও তাঁর অনুগামীরা ৷
নির্বাচন কমিশনের তরফে শিবসেনার দুই গোষ্ঠীকেই নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন উপনির্বাচনের জন্য দলের অন্য নাম এবং প্রতীক বেছে নেন ৷ কিন্তু, তাতে উদ্ধব ঠাকরের প্রবল আপত্তি রয়েছে ৷ তাই গত 8 অক্টোবর কমিশন যে নির্দেশিকা জারি করেছে, তার প্রতিবাদে সরব হয়েছেন তিনি ৷ আইনি পথে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন ৷ উদ্ধবপন্থীরা আদালতের সামনে যে যুক্তি খাড়া করেছেন, তা হল, সংশ্লিষ্ট সমস্ত পক্ষের বক্তব্য না শুনেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ৷ যা ন্য়ায়বিচারকে লঙ্ঘন করেছে ৷ সংশ্লিষ্ট মামলায় নির্বাচন কমিশনের পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকেও পার্টি করা হয়েছে ৷