পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Uddhav Thackeray: নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা রুজু উদ্ধবপন্থী শিবসেনার

বাবার গড়া দলের নাম ও প্রতীক কার্যত হাতছাড়া হয়েছে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) ৷ নির্বাচন কমিশন (Election Commission of India) শিবসেনার (Shiv Sena) দলীয় প্রতীক ও নাম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ৷ এর বিরোধিতায় এবার দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা রুজু করলেন উদ্ধবপন্থীরা ৷

Uddhav Thackeray moves to Delhi High Court against Election Commission of India
Uddhav Thackeray: নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা রুজু উদ্ধবপন্থী শিবসেনার

By

Published : Oct 10, 2022, 8:51 PM IST

মুম্বই ও নয়াদিল্লি, 10 অক্টোবর: নির্বাচন কমিশনের (Election Commission of India) সিদ্ধান্তের বিরোধিতায় দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হল শিবসেনার (Shiv Sena) উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিবির ৷ মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) ও তাঁর অনুগামীদের সঙ্গে উদ্ধবপন্থীদের বিবাদের জেরে দলের প্রতীক ও নাম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন ৷ এদিকে, অন্ধেরি পূর্ব কেন্দ্রে উপনির্বাচন আসন্ন ৷ সেখানে একনাথ গোষ্ঠী বা উদ্ধব শিবির, কোনও পক্ষই শিবসেনার নামে এবং প্রতীকে ভোট লড়তে পারবে না ৷ কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেই আদালতে গেলেন বাল ঠাকরের ছেলে উদ্ধব ও তাঁর অনুগামীরা ৷

নির্বাচন কমিশনের তরফে শিবসেনার দুই গোষ্ঠীকেই নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন উপনির্বাচনের জন্য দলের অন্য নাম এবং প্রতীক বেছে নেন ৷ কিন্তু, তাতে উদ্ধব ঠাকরের প্রবল আপত্তি রয়েছে ৷ তাই গত 8 অক্টোবর কমিশন যে নির্দেশিকা জারি করেছে, তার প্রতিবাদে সরব হয়েছেন তিনি ৷ আইনি পথে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন ৷ উদ্ধবপন্থীরা আদালতের সামনে যে যুক্তি খাড়া করেছেন, তা হল, সংশ্লিষ্ট সমস্ত পক্ষের বক্তব্য না শুনেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ৷ যা ন্য়ায়বিচারকে লঙ্ঘন করেছে ৷ সংশ্লিষ্ট মামলায় নির্বাচন কমিশনের পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকেও পার্টি করা হয়েছে ৷

আরও পড়ুন:শিবসেনায় বিপ্লব ঘটাবে নতুন নির্বাচনী প্রতীক, বিশ্বাস সঞ্জয় রাউতের

অন্যদিকে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, শিবসেনার দুই গোষ্ঠীর পক্ষ থেকে তাদের দলের নতুন সম্ভাব্য নাম এবং একাধিক বিকল্প প্রতীক জমা দেওয়া হয়েছে ৷ রবিবার উদ্ধব গোষ্ঠী তিনটি বিকল্প প্রতীক কমিশনের কাছে জমা দেয় ৷ এগুলি হল, একটি ত্রিশূল, জ্বলন্ত মশাল এবং উদীয়মান সূর্য ৷ তাদের দলের প্রস্তাবিত নামগুলি হল, শিবসেনা বালাসাহেব ঠাকরে, শিবসেনা বালাসাহেব প্রবোধাঙ্কর ঠাকরে এবং শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে ৷

প্রসঙ্গত, রাজ্যের আসন্ন উপনির্বাচনে শিবসেনার সংশ্লিষ্ট দুই গোষ্ঠীই অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ৷ আগামী 14 অক্টোবর সংশ্লিষ্ট আসনগুলিতে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া শেষ তারিখ ৷ তার আগেই শিবসেনার এই বিবাদ মিটে যাওয়া দরকার বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ABOUT THE AUTHOR

...view details