মুম্বই, 22 জুন: মহা বিকাশ আঘাড়ি সরকারে মহাসংকট ৷ এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন ৷ আজ দুপুর 1টার সময় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এই বৈঠক ডেকেছেন তিনি (Uddhav Thackeray Called Emergency Cabinet Meeting Over Maharashtra Political Crisis) ৷ একনাথ সহ বিদ্রোহী সব বিধায়কদের সঙ্গে শিবসেনা নেতৃত্বের কথা হয়েছে বলে জানিয়েছেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত ৷ তিনি দাবি করেছেন, বিদ্রোহী বিধায়করা দ্রুত মুম্বই ফিরবেন ৷ একনাথ শিন্ডের সঙ্গেও আলোচনা চলছে বলে জানান তিনি ৷
শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে দলের 33 জন এবং 7 জন নির্দল বিধায়কদের নিয়ে আজ সকালে গুয়াহাটি পৌঁছেছেন ৷ সেখানে গিয়ে তিনি জানান, বালাসাহেব ঠাকরের ‘হিন্দুত্ব’কে এগিয়ে নিয়ে যাবেন তাঁরা ৷ জানা গিয়েছে, বিদ্রোহী একনাথ শিন্ডে এবং বাকি 40 জন বিধায়ককে ব্যবহার করে বিজেপি উদ্ধব ঠাকরের সরকারকে গদিচ্যূত করতে চাইছে ৷
এই পরিস্থিতিতে আজ সকাল থেকেই মহা বিকাশ আঘাড়ি সরকারের শরিক দলগুলির অন্দরে হইচই পড়ে গিয়েছে ৷ এ দিন সকালে মহারাষ্ট্রে কংগ্রেসের নবনিযুক্ত পর্যবেক্ষক কমলনাথ 43 জন কংগ্রেস বিধায়ক এবং প্রদেশ নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন ৷ সূত্রের খবর, বৈঠক শেষে তিনি এবং কংগ্রেস বিধায়করা শিবসেনা প্রধান তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করবেন ৷ পাশাপাশি, এনসিপি’র তরফেও তৎপরতা শুরু হয়েছে ৷ এনসিপি প্রধান শরদ পাওয়ার তাঁর বাসভবনে দলীয় বিধায়কদের বৈঠকের জন্য ডেকেছেন ৷ বেলা 12টায় সেই বৈঠক শুরু হওয়ার কথা ৷