কোচবিহার, 3 ডিসেম্বর : সারের কালোবাজারির অভিযোগ খতিয়ে দেখতে দিনহাটার একাধিক সারের দোকানে হানা দিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (MLA Udayan Guha suddenly visits some pesticide shops of Dinhata)। শুক্রবার দলীয় কর্মীদের নিয়ে দিনহাটা শহরের বেশকিছু দোকানে হানা দেন তিনি । ইউরিয়া-সহ বিভিন্ন সারের দাম কত রয়েছে তা খতিয়ে দেখেন ।
পাশাপাশি কৃষকদের সাথেও কথা বলেন তিনি । তবে বিধায়ক এভাবে সারের দোকানে অভিযান চালাতে পারেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক । বিধায়ক উদয়ন গুহ অবশ্য বলেন, গত বেশ কিছুদিন ধরে দিনহাটায় সারের কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ উঠছিল । এদিন তাই বিভিন্ন সারের দোকান ঘুরে দেখলাম । সারের মজুত দেখে নিলাম । এরপর পুরসভার তরফে স্লিপ ইস্যু করা হবে। সেই স্লিপ অনুযায়ী সরকারি মূল্যে সারের দোকনদাররা কৃষকদের কাছে সার বিক্রি করতে হবে । এরপরেও যদি কেউ অতিরিক্ত দাম নেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।