মুম্বই, 28 ডিসেম্বর: আগামী 22 জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান আমন্ত্রণ করা হচ্ছে দেশের সমস্ত রাজনৈতিক পক্ষকে ৷ কিন্তু সকলে কি এই অনুষ্ঠানে হাজির হবেন ? এই প্রশ্নের উত্তর খুঁজছে দেশের রাজনৈতিক মহল ৷ এই পরিস্থিতিতে শিবসেনা (ইউবিটি)-র তরফ থেকে জানিয়ে দেওয়া হল যে তারা আগামী 22 জানুয়ারি অযোধ্যায় যাচ্ছেন না ৷ উদ্ধব ঠাকরে অনুগামী সঞ্জয় রাউত এই নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ৷ সেখানেই এই কথা জানানো হয়েছে ৷
শিবসেনার উদ্ধব শিবিরের এই নেতা বৃহস্পতিবার বলেন, "তাদের (বিজেপি) একটি বিজ্ঞাপনের ব্যবস্থা আছে, যে অনুসারে তারা কাজ করে । তারা বিজ্ঞাপনের জিনিসগুলিতে অত্যন্ত দক্ষ । অযোধ্যা রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান হল বেকারত্ব, মুদ্রাস্ফীতি, কাশ্মীর ও মণিপুরের মতো বাস্তব সমস্যাগুলি থেকে দেশের মানুষকে বিভ্রান্ত করার একটি উপায় ৷’’ এই অনুষ্ঠানকে বিজেপির নিজস্ব বলেও কটাক্ষ করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, রামন্দিরের উদ্বোধন নিয়ে রাজনীতি করছে বিজেপি ৷ তাই উদ্বোধনী অনুষ্ঠান হয়ে যাওয়ার পর তাঁরা অযোধ্যায় যাবেন ৷
রাম মন্দির আন্দোলনের সঙ্গে শিবসেনা ও দলের প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরের গভীর যোগ ছিল ৷ এ দিন সেই প্রসঙ্গও তুলেছেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত৷ তাঁর বক্তব্য, এই আন্দোলনে শিবসেনা রক্ত দিয়েছে ৷ বালাসাহেব ঠাকরে ও শিব সৈনিকদের অবদান অনস্বীকার্য ৷ কিন্তু এখন ভগবান রামকে ‘অপহরণ’ করে নিয়েছে বিজেপি ৷ সেই কারণে শিবসেনার উদ্ধব শিবির ওই অনুষ্ঠানে অনুপস্থিত থাকতে চলেছে বলে তিনি জানিয়েছেন ৷
ইতিমধ্য়ে সিপিএম-সহ বামেরাও জানিয়ে দিয়েছে যে তারা এই অনুষ্ঠানে অংশ নেবেন না ৷ যাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে রামমন্দিরের উদ্বোধনে ৷ তাদের তরফে এখনও স্পষ্ট কোনও বার্তা আসেনি ৷ এরই মধ্যে কংগ্রেস সংসদ শশী থারুর জানিয়েছেন যে রামমন্দিরের উদ্বোধনে কে যাবেন আর কে যাবেন না, এটা প্রত্য়েকের ব্যক্তিগত বিষয় হওয়া উচিত ৷