পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Misconduct with Woman: মহিলা যাত্রীকে গোপনাঙ্গ দেখানোর অভিযোগ চালকের বিরুদ্ধে - বেঙ্গালরু

বেঙ্গালরুতে মহিলা যাত্রীকে গোপনাঙ্গ দেখানোর অভিযোগ উঠেছে এক উবর চালকের বিরুদ্ধে ৷ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ওই মহিলা পোস্ট করেন ৷ তা দেখে উবর ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ৷ তবে মহিলা পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি ৷

Misconduct with Woman
Misconduct with Woman

By

Published : Jun 23, 2023, 1:42 PM IST

Updated : Jun 23, 2023, 2:56 PM IST

বেঙ্গালুরু, 23 জুন: মহিলা যাত্রীকে গোপনাঙ্গ দেখানোর অভিযোগ উঠল এক উবর চালকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে ৷ সোশ্যাল মিডিয়া সাইট লিঙ্কডইন-এ ওই মহিলা যাত্রী এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ৷ সেই পোস্টের ভিত্তিতে সংশ্লিষ্ট অ্যাপ ক্যাব সংস্থা অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ৷ যদিও ওই মহিলা এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি ৷

সোশ্যাল মিডিয়ায় ওই মহিলা লিখেছেন যে তিনি বেঙ্গালুরুর বিটিএম সেকেন্ড লেভেল থেকে জেপি নগর মেট্রো স্টেশনে যাওযার জন্য উবর বুক করেছিলেন ৷ চালক সময়মতো আসেন তাঁর কাছে ৷ তিনি গাড়িতে বসেন ৷ চালক গন্তব্যের উদ্দেশে রওনা দেন ৷ এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল ৷ কিন্তু হঠাৎই চালক খারাপ ব্যবহার করতে শুরু করেন ৷ সেই কারণে তিনি তাঁর গন্তব্যের কিছুটা আগেই তাঁকে নামিয়ে দিতে বলেন ৷ গাড়ি থেকে নেমে তিনি যখন টাকা দিতে যাবেন, সেই সময় চালক তাঁকে গোপনাঙ্গ দেখান ৷ এই ঘটনায় তিনি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান ৷

এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে ৷ পরে এই নিয়ে আরও একটি পোস্ট ওই একই সোশ্যাল মিডিয়া সাইটে লেখেন ওই মহিলা ৷ সেখানে তিনি জানান যে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে ওই অ্যাপ ক্যাব সংস্থা ৷ সেই কারণে তিনি উবর কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন ৷

তবে তিনি এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি ৷ ফলে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন তিনি পুলিশের কাছে গেলেন না ? কারণ, সত্যিই যদি এমন আচরণ করে থাকেন ওই চালক, তাহলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত ৷ পুলিশের কাছে অভিযোগ জানালেই সেটা সম্ভব হত ৷ না হলে ওই চালক ভবিষ্যতেও এই ধরনের ঘটনা ঘটাতে পারেন ৷

আরও পড়ুন:অপহরণের পর ধর্ষণ! রক্তাক্ত অবস্থায় পরিবারের কাছে ফিরল শিশু

Last Updated : Jun 23, 2023, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details