পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UBER-Whats App Partnership : হোয়াটস অ্যাপ এসএমএসেই এবার দুয়ারে পৌঁছে যাবে উবের রাইড

গ্লোবাল প্রোজেক্টের অংশ হিসেবে প্রথম ভারতেই হোয়াটস অ্যাপের সঙ্গে পার্টনারশিপ তৈরি করল রাইড বুকিং অ্যাপ সংস্থাটি (Uber and WhatsApp announce partnership in India) ৷ আর পাইলট প্রোজেক্টের প্রথম ট্রায়ালের জন্য উবের বেছে নিয়েছে রাজধানী লখনউকে ৷

UBER-Whats App Partnership
হোয়াটস অ্যাপ এসএমএসেই এবার দুয়ারে পৌঁছে যাবে উবের রাইড

By

Published : Dec 3, 2021, 9:57 AM IST

নয়াদিল্লি, 3 ডিসেম্বর : ব্যবহারকারীদের জন্য আরও সহজ হল উবের রাইড বুকিং ৷ জনপ্রিয় ম্যাসেঞ্জার অ্যাপ হোয়াটস অ্যাপের সঙ্গে ভারতে গাঁটছড়া বাঁধল রাইড বুকিং অ্যাপ সংস্থাটি (Uber and WhatsApp announce partnership in India) ৷ ফলে এখন থেকে উবেরের অফিসিয়াল হোয়াটস অ্যাপ চ্যাটবট থেকে সহজেই ব্যবহারকারীরা উবের রাইড বুক করতে পারবেন ৷

গ্লোবাল প্রোজেক্টের অংশ হিসেবে প্রথম ভারতেই হোয়াটস অ্যাপের সঙ্গে পার্টনারশিপ তৈরি করল রাইড বুকিং অ্যাপ সংস্থাটি ৷ আর পাইলট প্রোজেক্টের ট্রায়ালের জন্য উবের প্রথম বেছে নিয়েছে রাজধানী লখনউকে (Uber New service is being rolled out first in the northern city of Lucknow) ৷ ভারতে তাদের বৃহত্তম আন্তর্জাতিক বাজারের কথা মাথায় রেখে এদেশেই প্রথম এমন পরীক্ষার পথে হাঁটল উবের ৷

নয়া পার্টনারশিপের ফলে এখন থেকে উবের রাইড বুক করতে গেলে উবের অ্যাপ ব্যবহারকারীদের মোবাইলে ইনস্টল না থাকলেও হবে ৷ হোয়াটস অ্যাপ চ্যাটের মাধ্যমেই বুক করা যাবে রাইড ৷ এর জন্য তিনটি পদ্ধতি অবলম্বন করতে হবে ব্যবহারকারীদের ৷

  • 1. উবের বিজনেস অ্যাকাউন্ট নম্বরে মেসেজ করলে একটি কিউআর কোড ওপেন হবে ৷ সেটি স্ক্যান করে অথবা, লিঙ্কে ক্লিক করে সরাসরি উবের হোয়াটস অ্যাপ চ্যাট ওপেন করতে হবে ৷
  • 2. পিক-আপ লোকেশন এবং ড্রপ লোকেশন সিলেক্ট করতে হবে ৷
  • 3. রাইডের ভাড়া এবং রাইড পৌঁছনোর আনুমানিক সময় ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে ৷

আরও পড়ুন : Ola-Uber : কোন যুক্তিতে যাত্রী প্রত্যাখ্যান, এবার থেকে জানতে চাইবে লালবাজার

অ্যাপের মতই হোয়াটস অ্যাপের মাধ্যমে রাইড চালকের নম্বরে যোগাযোগ কিংবা তার লোকেশন ট্র্যাক করতে পারবেন ব্যবহারকারীরা ৷ পার্টনারশিপের বিষয়ে উবেরের বিজনেস ডেভেলপমেন্টের সিনিয়র ডিরেক্টর নন্দিনী মাহেশ্বরী বলেছেন, "আমরা ভারতবাসীর কাছে উবের যাত্রা আরও সহজ করে তুলতে বদ্ধপরিকর ৷ তাই যে প্ল্যাটফর্মে তারা সবচেয়ে স্বচ্ছন্দ সেই প্ল্যাটফর্মেরই দ্বারস্থ হয়েছি আমরা ৷ ব্যবহারকারীদের সহজ এবং বিশ্বস্ত পরিষেবা দিতেই হোয়াটস অ্যাপের সঙ্গে আমাদের এই গাঁটছড়া ৷ আমরা রোমাঞ্চিত ৷"

ABOUT THE AUTHOR

...view details