মুম্বই, 27 নভেম্বর: মাদক পাচারের (Drug Smuggling) অভিযোগে দুই বিদেশিকে গ্রেফতার করা হল ৷ ধৃত দু'জন জিম্বাবোয়ের নাগরিক (Two Zimbabweans were Arrested) বলে জানা গিয়েছে ৷ মুম্বইয়ের (Mumbai) ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International Airport) থেকে তাঁদের পাকড়াও করা হয় ৷ ওই দুই বিদেশির কাছ থেকে 7 কেজি 900 গ্রাম হেরোইন (Heroin) উদ্ধার করেছে 'ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স' (Directorate of Revenue Intelligence) বা ডিআরআই (DRI) ৷ উদ্ধার হওয়া মাদকের বাজারদর অন্তত 50 কোটি টাকা ! রবিবার ডিআরআইয়ের তরফ থেকে একটি প্রেস বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে ৷
ডিআরআই সূত্রে দাবি করা হয়েছে, তাদের কাছে মাদকপাচারের আগাম খবর ছিল ৷ সেই খবরের উপর ভিত্তি করেই দুষ্কৃতীদের জন্য ফাঁদ পাতা হয় ৷ গত শুক্রবার মুম্বই বিমানবন্দরে বিশেষ নজর রাখেন ডিআরআইয়ের আঞ্চলিক কার্যালয়ের আধিকারিকরা ৷ তাঁরাই সন্দেহভাজন এক মহিলা ও এক পুরুষ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন ৷ ওই দুই যাত্রী আদ্দিস আবাবা থেকে ভারতে এসেছিলেন ৷