রায়গঞ্জ, 31 ডিসেম্বর :‘যত হাঁটবেন তত হাসবেন’, এই বার্তাকে সামনে রেখে পায়ে হেঁটে সারা ভারত ভ্রমণ শুরু করেছেন ছত্তিশগড়ের দুই যুবক সৌরভ ও জিতেশ । লকডাউনে বাড়িতে থেকে একঘেয়ে লাগছিল, তারপরেই এই ভারত ভ্রমণের সিদ্ধান্ত নেন তাঁরা (youths from Chattishgarh are travelling through pan india) ৷
ছত্রিশগড় থেকে রওনা হয়ে পায়ে হেঁটে ভুবনেশ্বর, কলকাতা হয়ে আজ এসে পৌঁছেছেন রায়গঞ্জে । এরপর গ্যাংটক হয়ে উত্তরপূর্ব ভারত যাবেন তাঁরা । তিন বছরের মধ্যে ভারতভ্রমণ শেষ করার পরিকল্পনা নিয়েছেন তাঁরা (Travel on Foot) ৷
স্পনসর নেই, পাননি সরকারি সাহায্যও ৷ ফলে প্রথমে নিজেদের খরচেই বেরিয়েছিলেন তাঁরা কিন্তু ওড়িশা বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গে আসার পর থেকেই একের পর এক লোকের সাহায্য পাচ্ছেন ৷ তাদের কেউ থাকার ব্যবস্থা করে দিচ্ছেন, কেউ নিজেদের পয়সায় খাওয়াচ্ছেন ৷
তিন বছরের মধ্যে ভারতভ্রমণের পরিকল্পনা নিয়েছেন সৌরভ ও জিতেশ আরও পড়ুন : Guinness World Record : সাইকেলে 472 কিমি 35 ঘণ্টায়, গিনেস বুকে নাম লেফটেন্যান্ট কর্নেলের
পথে দেখা হচ্ছে বিভিন্ন লোকের সঙ্গে ৷ যাদের পোশাক, ভাষা, খাদ্যাভাস সবই আলাদা ৷ বৈচিত্রের মধ্যে ঐক্য, চলতে চলতে ভারতবর্ষের এই সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে পড়ছেন সৌরভ-জিতেশ৷