কানপুর (উত্তরপ্রদেশ), 12 নভেম্বর: রেললাইনে বসে মোবাইলে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখছিলেন দুই তরুণ ৷ তাও আবার হেডফোন দিয়ে ৷ সেটাই কাল হল ৷ দ্রুত গতিতে আসা ট্রেনে হর্ন শুনতে না পেয়ে, প্রাণ হারালেন তাঁরা ৷ শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর ও ঝাঁসি মাঝে রেললাইনে ৷ জানা গিয়েছে, মৃতদের নাম আশিস কুমার (18) এবং সুভাষ কুমার (20) ৷ জিআরপি দেহ দু’টি উদ্ধারের পর, পরিবারের সদস্যরা তাঁদের শনাক্ত করেছে ৷ উৎসবের আবহে শোকের ছায়া দুই পরিবারে ৷
কানপুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার সন্ধেয় দুই বন্ধু দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের বিশ্বকাপ ম্যাচ দেখছিলেন ৷ কিন্তু, হঠাৎই তাঁরা রেললাইনের মধ্যে বসে পড়েন খেলা দেখার জন্য ৷ এমনকি তাঁদের কানে হেডফোন লাগানোর ছিল ৷ কিছুক্ষণ পর ওই লাইন দিয়ে দ্রুত গতিতে একটি ট্রেন আসছিল ৷ দূর থেকেই তাঁদের দেখে ট্রেনের চালক হর্ন দিতে থাকেন ৷ কিন্তু, কান হেডফোন দিয়ে ম্যাচ দেখায় মগ্ন দুই তরুণের ট্রেনের হর্ন বা তার আলোর দিকে নজর যায়নি ৷ ফলে যা হওয়ার তাই হয় ৷ আশিস কুমার এবং সুভাষ কুমার নামে ওই দুই তরুণের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ৷