ম্যাঙ্গালুরু, 23 অক্টোবর: অনন্য উদাহরণ তৈরি করল 2 বছরের এক শিশু (Two Year Old Girl Sets An Example Donating Hair) ৷ ক্যানসার রোগীদের জন্য নিজের চুল দান করল সে ৷ ম্যাঙ্গালুরুর মারোলির বাসিন্দা সুমালতা কুলাল এবং ভারত কুলালের 2 বছরের মেয়ে আদ্যা কুলাল তার চুল দান করেছে (Donating Hair to Cancer Patients) ৷ ক্যানসার রোগীদের জন্য মাথার উইগ তৈরি করতে এই চুল দান করা হয়েছে ৷ আর আদ্যা এবং তার বাবা-মায়ের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে সকলে ৷ ম্যাঙ্গালোর দক্ষিণের বিধায়ক সোশাল মিডিয়ায় এই খবরটি শেয়ার করেছেন ৷
বিধায়ক তাঁর সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘‘আদ্যা কুলালের (Adya Kulal) সাহস এবং আগ্রহ আমাকে নাড়া দিয়ে গিয়েছে ৷ এত অল্প বয়সে সে তার মাথার চুল ক্যানসার রোগীদের জন্য দান করেছে ৷ আর এই পদক্ষেপের মধ্যে দিয়ে সে সমাজের কাছে উদাহরণ এবং অনুপ্রেরণা হয়ে উঠেছে ৷ সুমালতা এবং ভারত কুলাল তাঁদের মেয়েকে সঠিক শিক্ষায় বড় করছেন ৷ বড় হয়ে যখন ও এটা জানতে পেরে খুব খুশি হবে ৷’’