হায়দরাবাদ, 1 ডিসেম্বর:সমাজের উপেক্ষা, কটাক্ষ, ব্যঙ্গ, সবই এখন অতীত ৷ যাবতীয় প্রতিকূলতাকে জয় করে ইতিহাস গড়লেন তেলাঙ্গানার (Telangana) দুই রূপান্তরকামী চিকিৎসক ৷ দু'জনেই (Two Transgender Doctors) যোগ দিলেন সরকারি হাসপাতালে (Government Hospital) ৷ তেলাঙ্গানায় এমন নজির আর নেই বলেই দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ এই দুই কৃতী হলেন ডা. প্রাচী রাঠোর (ছবিতে বাঁদিকে) এবং ডা. রুথ জন পল (ছবিতে ডানদিকে) ৷ তাঁরা দু'জনই ওসমানিয়া জেনারেল হাসপাতালে (Osmania General Hospital) মেডিক্যাল অফিসার হিসাবে কাজে যোগ দিয়েছেন ৷
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অসংখ্য তিক্ত অভিজ্ঞতার কথা শোনান ডা. রাঠোর ৷ তিনি জানান, ছোট থেকেই তাঁকে নানাভাবে হেনস্থা করা হত ৷ পুরুষের শরীর নিয়ে জন্মালেও প্রাচী মনেপ্রাণে ছিলেন নারী ৷ আর এই কারণেই তাঁকে নিয়ে সর্বদা মশকরা করা হত ৷ এমনকী, পরবর্তীতে লিঙ্গ পরিবর্তনের পর এবং চিকিৎসকের ডিগ্রি লাভ করেও সেই পরিস্থিতির কোনও বদল হয়নি ৷ শুধুমাত্র রূপান্তরকামী হওয়ার জন্যই ডা. রাঠোরকে এর আগে একটি সুপার স্পেশালিটি হাসপাতালের চাকরি থেকে বহিষ্কার করা হয় !