পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Transgender Doctors: নজির গড়ে সরকারি হাসপাতালে যোগদান তেলাঙ্গানায় দুই রূপান্তরকামী চিকিৎসকের - তেলাঙ্গানা

তেলাঙ্গনায় (Telangana) নয়া ইতিহাস তৈরি করলেন দুই রূপান্তরকামী চিকিৎসক ৷ রাজ্যের প্রথম রূপান্তরকামী চিকিৎসক হিসাবে সরকারি হাসপাতালে (Government Hospital) যোগ দিলেন তাঁরা (Two Transgender Doctors) ৷

Two Transgender Doctors join Government Hospital in Telangana for the first time in the state
Transgender Doctors: রাজ্যে প্রথম সরকারি হাসপাতালে যোগ দিলেন তেলাঙ্গানার দুই রূপান্তরকামী চিকিৎসক

By

Published : Dec 1, 2022, 3:06 PM IST

Updated : Dec 1, 2022, 5:43 PM IST

হায়দরাবাদ, 1 ডিসেম্বর:সমাজের উপেক্ষা, কটাক্ষ, ব্যঙ্গ, সবই এখন অতীত ৷ যাবতীয় প্রতিকূলতাকে জয় করে ইতিহাস গড়লেন তেলাঙ্গানার (Telangana) দুই রূপান্তরকামী চিকিৎসক ৷ দু'জনেই (Two Transgender Doctors) যোগ দিলেন সরকারি হাসপাতালে (Government Hospital) ৷ তেলাঙ্গানায় এমন নজির আর নেই বলেই দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ এই দুই কৃতী হলেন ডা. প্রাচী রাঠোর (ছবিতে বাঁদিকে) এবং ডা. রুথ জন পল (ছবিতে ডানদিকে) ৷ তাঁরা দু'জনই ওসমানিয়া জেনারেল হাসপাতালে (Osmania General Hospital) মেডিক্যাল অফিসার হিসাবে কাজে যোগ দিয়েছেন ৷

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অসংখ্য তিক্ত অভিজ্ঞতার কথা শোনান ডা. রাঠোর ৷ তিনি জানান, ছোট থেকেই তাঁকে নানাভাবে হেনস্থা করা হত ৷ পুরুষের শরীর নিয়ে জন্মালেও প্রাচী মনেপ্রাণে ছিলেন নারী ৷ আর এই কারণেই তাঁকে নিয়ে সর্বদা মশকরা করা হত ৷ এমনকী, পরবর্তীতে লিঙ্গ পরিবর্তনের পর এবং চিকিৎসকের ডিগ্রি লাভ করেও সেই পরিস্থিতির কোনও বদল হয়নি ৷ শুধুমাত্র রূপান্তরকামী হওয়ার জন্যই ডা. রাঠোরকে এর আগে একটি সুপার স্পেশালিটি হাসপাতালের চাকরি থেকে বহিষ্কার করা হয় !

আরও পড়ুন:অবাঞ্ছিত রোমিওদের বিদ্যুতের ঝটকা দেবে বিজয়লক্ষ্মীর চপ্পল !

ডা. রাঠোরের কথায়, "আপনি যতই সাফল্য অর্জন করুন না কেন, তারপরও আপনার প্রতি অবিচার ও বৈষম্যের কোনও বদল হবে না ৷" প্রসঙ্গত, ডা. রাঠোর ডাক্তারি পাশ করেন 2015 সালে ৷ আদিলাবাদের এক মেডিক্য়াল কলেজ থেকে তিনি ডাক্তারি পাশ করেন ৷ ডা. রাঠোর জানান, স্নাতকোত্তরের পড়াশোনা করতে তিনি দিল্লি গিয়েছিলেন ৷ কিন্তু, সেখানে তাঁর সঙ্গে প্রতি মুহূর্তে দুর্ব্যবহার করা হয় ৷ ফলে দিল্লি থেকে আবারও হায়দরাবাদে ফিরে আসতে বাধ্য হন তিনি ৷ পরবর্তীতে হায়দরাবাদের হাসপাতালে কাজ করার সময়েই জরুরি মেডিসিন নিয়ে ডিপ্লোমা করেন ডা. রাঠোর ৷

ডা: রাঠোরের সহকর্মী ডা. রুথ জন পলের অভিজ্ঞতাও খুব বেশি আলাদা কিছু নয় ৷ লিঙ্গবৈষম্য়ের শিকার হতে হয় তাঁকেও ৷ কিন্তু, শেষমেশ তিনিও সমস্ত প্রতিকূলতা জয় করেন এবং শিক্ষাকে হাতিয়ার করেই জীবনে সফল হন ৷ অতীত ভুলে এখন এই দু'জনই নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে চান ৷

Last Updated : Dec 1, 2022, 5:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details