কুপওয়ারা, 19 জুন : উপত্যকায় ফের নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম দুই জঙ্গি (Kupwara Encounter) ৷ কিছুদিন আগেই কাশ্মীর পুলিশের হাতে আটক হয়েছিল শওকেত আহমেদ শেখ নামে এক জঙ্গি । তার কাছে থেকে খবর পেয়েই রবিবার কুপওয়ারায় যৌথ অভিযান চালানো হয় । সেই অভিযানেই মৃত্যু হয়েছে এই দুই জঙ্গির ৷
কুপওয়ারার লোলাব এলাকা থেকে ধৃত আহমেদ শেখ নামে এক জঙ্গিকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে । নিরাপত্তা বাহিনী যখন গোপন আস্তানাগুলিতে অনুসন্ধান করছিল, সেই সময় জঙ্গিরা যৌথ অনুসন্ধান দলগুলির ওপর গুলি চালায় ৷ পালটা জবাব দেয় সেনাবাহিনী ৷