পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Two Terrorists killed: যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত দুই সন্দেহভাজন জঙ্গি

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বদগাম জেলায় পুলিশ ও সেনার যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত দুই সন্দেহভাজন জঙ্গি ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ৷

By

Published : Jan 17, 2023, 12:45 PM IST

File PIC
প্রতীকী ছবি

বদগাম (জম্মু ও কাশ্মীর), 17 জানুয়ারি: নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত দুই সন্দেহভাজন জঙ্গি (Two Terrorists killed in Budgam) ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় (Budgam district of Jammu and Kashmir) ৷ এই নিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে টুইটারে তথ্যও দেওয়া হয়েছে ৷

পুলিশের তরফে টুইটারে লেখা হয়েছে, "নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনা (Indian Army) ও পুলিশের যৌথবাহিনীর একটি গাড়ি দেখে সন্দেহ হয় ৷ তারা গাড়িটিকে থামানোর চেষ্টা করে ৷ কিন্তু গাড়ি না থামিয়ে গাড়িতে থাকা দু’জন গুলি চালায় ৷ পালটা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও ৷ সেই সময় দু’জন নিহত হয় ৷ পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ৷

পুলিশ আরও জানিয়েছে যে এই ঘটনায় এখনও বিস্তারিত তথ্য মেলেনি ৷ ওই দুই জঙ্গির নাম ও পরিচয় এখনও জানা যায়নি ৷ সেই পরিচয় খোঁজার চেষ্টা চলছে ৷ শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 1 জানুয়ারি জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার ধানগরি গ্রামে জঙ্গিরা হামলা চালিয়েছিল ৷ সেই হামলায় সাতজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় ৷ 14 জন আহত হন ৷ তার পর ভূস্বর্গের নিরাপত্তা বৃদ্ধি করা হয় ৷ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷ মঙ্গলবার তেমনই একটি তল্লাশি অভিযান চলাকালীন এই ঘটনা ঘটে ৷

প্রসঙ্গত, সীমান্ত সুরক্ষা (Border Security) নিয়ে জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত (International Border) লাগোয়া এক কিলোমিটার পর্যন্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ (Night Curfew) জারি করা হয় চলতি বছরের শুরুতে ৷ আগামী দু’মাস রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে বলে জানানো হয় প্রশাসনের তরফে ৷

তখন প্রশাসনের তরফে জানানো হয়, যেকোনও ধরনের দেশবিরোধী ও সন্ত্রাসবাদমূলক কাজকর্ম বন্ধ করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ এখন যেহেতু কুয়াশা বেশি থাকে, তাই এমন কোনও ঘটনা ঘটা উচিত নয়, যা বিএসএফের নজর এড়িয়ে যায় ৷ অনুপ্রবেশ বা কোনও ধরনের সন্দেহজনক কাজ যাতে না হয়, সেই কারণে এই পদক্ষেপ করা হয়েছে ৷

আরও পড়ুন:আধাসেনার সঙ্গে সংঘর্ষে বালাকোট সীমান্তে মৃত 2 জঙ্গি

ABOUT THE AUTHOR

...view details