বনপরথি(তেলেঙ্গানা), 15 জানুয়ারি: উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়ে আকস্মিক মৃত্যু হয়েছে তেলেঙ্গানার দুই ছাত্রের ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে । ওই দুই ছাত্রের একজন তেলেঙ্গানার বনপরথি জেলার বাসিন্দা এবং অন্যজন এপির শ্রীকাকুলাম জেলার ৷ মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নেমে এসেছে দুই ছাত্রের পরিবারে ৷ ছাত্রদের দেহগুলি দেশে ফেরানোর আশ্বাস দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ৷
জানা গিয়েছে, বনপরথি শহরের রামনগর কলোনির গাট্টু ভেঙ্কন্না ও লাবণ্যের একমাত্র ছেলে দিনেশ (23) ৷ তিনি বি.টেক করেছেন । এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ফেয়ারফিল্ডের সেক্রেড হার্ট ইউনিভার্সিটিতে (এসএইচইউ) এমএস পড়ার জন্য গত বছরের 28 ডিসেম্বর পাড়ি দিয়েছিলেন দিনেশ ৷ তাঁর বাবা-মা জানান, তাঁরা খবর পেয়েছেন ছেলে আমেরিকার যাওয়ার মাত্র 17 দিন পরে ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়েছে । দিনেশের সঙ্গে শ্রীকাকুলাম জেলার এক ছাত্রেরও প্রাণ গিয়েছে বলে তাঁরা জানান ৷
সূত্রের খবর, ওই দুই ছাত্র একই ঘরে থাকতেন ৷ সেখানেই দু'জনেই দেহ মিলেছে । ঘরের মধ্যে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । বনপরথির বিধায়ক থুডি মেঘারেড্ডি দিনেশের পরিবারের সঙ্গে দেখা করেন এবং ঘটনার বিষয়ে খোঁজ খবর নেন । এ বিষয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে তাঁর কথা হয়েছে বলে বিধায়ক জানান ৷ থুডি মেঘারেড্ডি বলেন, "ছাত্রদের দেহ আমেরিকা থেকে রাজ্যে নিয়ে আসার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হবে ।" প্রাক্তন মন্ত্রী নিরঞ্জন রেড্ডি দিনেশের পরিবারের সঙ্গে দেখা করতে যান ৷ পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনিও ৷