মহারাজগঞ্জ (উত্তরপ্রদেশ), 22 জুন: ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ৷ বাধা পেয়ে গলা টিপে শ্বাসরুদ্ধ করে ওই শিশুকে খুন করল বারো বছরের দুই নাবালক ৷ তাতেও ক্ষান্ত হল না-হয়ে দেওয়ালে সজোরে ঠুকে দেওয়া হল মাথা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হল ছয় বছরের শিশুর ৷ পরিচয় গোপন রাখতে পরবর্তীতে বাচ্চাটির মুখে ঢালা হল অ্যাসিডও ৷ এরপর রাতের অন্ধকারে তাকে ফেলে দেওয়া হল পাশের নির্জন গলিতে ৷ ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ৷ বৃহস্পতিবার দুই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, সিন্দুরিয়া এলাকার বাসিন্দা অভিযুক্ত দুই নাবালক ৷ ছয় বছরের শিশুটিও সেই এলাকারই বাসিন্দা ৷ সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ ডক্টর কৌস্তভ জানিয়েছেন, সিন্দুরিয়া থানার অন্তর্গত একটি গ্রামে মঙ্গলবার সকাল থেকে এক ব্যক্তির ছয় বছরের মেয়ে নিখোঁজ ছিল ৷ পরিবারের লোকেরা খোঁজাখুজি করলেও কোনও লাভ হয়নি ৷ এরপরেই শিশুটির বাবা-মা থানায় এসে নিখোঁজ ডায়েরি করেন ৷ ঘটনা জানার পর তদন্তে নামে পুলিশ ৷ বুধবার সকাল 6টা নাগাদ দুই গ্রামবাসী একটি শিশুর মৃতদেহ দেখতে পান ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ বাচ্চাটির বাবা-মা তাঁকে সনাক্ত করে ৷ এরপরেই পুলিশ এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করে ৷
ঘটনায় পুলিশের তরফ থেকে তিনটি দল গঠন করা হয়েছিল ৷ কাজে লাগানো হয়েছিল ডগ স্কোয়াডকেও ৷ সেই সূত্র ধরে পুলিশ আগেই বুঝে গিয়েছিল ঘটনায় কালপ্রিট আশেপাশের এলাকারই কেউ ৷ এরপর আরও কড়া জিজ্ঞাসাবাদ করতে থাকে তদন্তকারী দল ৷ তদন্তে জানা যায়, শেষবার বাচ্চাটিতে দেখা গিয়েছিল এলাকারই দুই নাবালকের সঙ্গে ৷ এরপরেই দুই নাবালককে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে পুলিশি জিজ্ঞাসাবাদে প্রথমে মিথ্যা কথা বললেও শেষে ভেঙে পড়ে দু'জনেই ৷ স্বীকার করে নেয় খুন করার ঘটনা ৷