পটনা, 2 জানুয়ারি:রিলসের নেশা প্রাণ কাড়ল দুই বন্ধুর ৷ কোনও মতে বাঁচল তৃতীয় জন ৷ ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) খাগারিয়া (Khagaria) এলাকায় ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একটি নদীর উপর রেলসেতুতে (Railway Bridge) উঠে রিলস (Reels) তৈরি করছিল দুই কিশোর (Two Teenage Boys Killed) ৷ সঙ্গে ছিল তাদের সময়বয়সি আরও এক বন্ধু ৷ সেই সময়েই ওই লাইনে চলে আসে জানকী এক্সপ্রেস (Janki Express) ৷ দুরন্ত গতিতে আসা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে দুই কিশোর ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের ৷ তৃতীয় জন সটান ঝাঁপ মারে নীচে ৷ কিন্তু, নদীর জলে পড়ার বদলে সে পড়ে শুষ্ক নদী অববাহিকায় ৷ এই ঘটনায় গুরুতর জখম হয় সে ৷ প্রাণে বাঁচলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে দাবি সংশ্লিষ্ট চিকিৎসকদের ৷
স্থানীয় পুলিশ প্রশাসন এবং রেল সূত্র জানা গিয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে 1 জানুয়ারি ৷ বারাউনি সহস্র (Barauni Saharsa) রেলওয়ে ব্লকের অন্তর্গত ধর্ম ঘাট (Dhamara Ghat) লাগোয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ওই তিন কিশোর ৷ তবে, এর জন্য তাদেরই দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা ৷ তাঁদের অভিযোগ, রিলস করার নেশায় কার্যত বাস্তব ভুলে যায় অল্পবয়সি এই ছেলেমেয়েরা ৷ বিপদের তোয়াক্কাও করে না ৷ কেউ কেউ আবার এই ধরনের ঘটনা ঠেকাতে রেলের নজরদারি আরও বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন ৷
আরও পড়ুন:তরুণীকে হিঁচড়ে নিয়ে যাচ্ছে গাড়ি, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ