পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Two Teenage Boys Killed: রিলস করতে করতেই ট্রেনের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর - বিহার

রিলস (Reels) রেকর্ড করতে গিয়ে মৃত্যু হল দুই কিশোরের ৷ কোনও মতে প্রাণে বাঁচল তৃতীয় জন ৷ বিহারের (Bihar) খাগারিয়া (Khagaria) এলাকার ঘটনা ৷

Two Teenage Boys Killed while making Reels on a Railway Bridge in Bihar
দুর্ঘটনার কবলে তিন বন্ধু ৷

By

Published : Jan 2, 2023, 7:23 PM IST

পটনা, 2 জানুয়ারি:রিলসের নেশা প্রাণ কাড়ল দুই বন্ধুর ৷ কোনও মতে বাঁচল তৃতীয় জন ৷ ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) খাগারিয়া (Khagaria) এলাকায় ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একটি নদীর উপর রেলসেতুতে (Railway Bridge) উঠে রিলস (Reels) তৈরি করছিল দুই কিশোর (Two Teenage Boys Killed) ৷ সঙ্গে ছিল তাদের সময়বয়সি আরও এক বন্ধু ৷ সেই সময়েই ওই লাইনে চলে আসে জানকী এক্সপ্রেস (Janki Express) ৷ দুরন্ত গতিতে আসা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে দুই কিশোর ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের ৷ তৃতীয় জন সটান ঝাঁপ মারে নীচে ৷ কিন্তু, নদীর জলে পড়ার বদলে সে পড়ে শুষ্ক নদী অববাহিকায় ৷ এই ঘটনায় গুরুতর জখম হয় সে ৷ প্রাণে বাঁচলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে দাবি সংশ্লিষ্ট চিকিৎসকদের ৷

স্থানীয় পুলিশ প্রশাসন এবং রেল সূত্র জানা গিয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে 1 জানুয়ারি ৷ বারাউনি সহস্র (Barauni Saharsa) রেলওয়ে ব্লকের অন্তর্গত ধর্ম ঘাট (Dhamara Ghat) লাগোয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ওই তিন কিশোর ৷ তবে, এর জন্য তাদেরই দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা ৷ তাঁদের অভিযোগ, রিলস করার নেশায় কার্যত বাস্তব ভুলে যায় অল্পবয়সি এই ছেলেমেয়েরা ৷ বিপদের তোয়াক্কাও করে না ৷ কেউ কেউ আবার এই ধরনের ঘটনা ঠেকাতে রেলের নজরদারি আরও বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন ৷

আরও পড়ুন:তরুণীকে হিঁচড়ে নিয়ে যাচ্ছে গাড়ি, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই তিন কিশোরের বয়স 16 বছর থেকে 19 বছরের মধ্যে ৷ ঘটনায় আহত কিশোরের নাম আমন ৷ পুলিশকে দেওয়া বয়ানে সে জানিয়েছে, "আমি, সনু আর নীতীশের সঙ্গে মা কাত্য়ায়নীর মন্দিরে যাচ্ছিলাম ৷ নববর্ষ উপলক্ষে ধর্ম ঘাট লাগোয়া ওই মন্দিরে যাচ্ছিলাম আমরা ৷ রাস্তায় ভিড় বেশি ছিল ৷ তাই আমরা শর্ট কাট নিয়েছিলাম ৷ রেলসেতু দিয়ে সরাসরি মন্দিরে যাওয়া যায় ৷ সেই সময়েই সনু আর নীতীশ রিলস তৈরি করতে শুরু করে দেয় ৷"

পরপর তিনটি রিলস ইনস্টাগ্রামে আপলোড করে ওই তিন কিশোর ৷ কিন্তু, তাতেও আশ মেটেনি তাদের ৷ চতুর্থবার রিলস করার সময়েই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ৷ আমনের দাবি, তারা ভেবেছিল, অন্য লাইনে ট্রেন আসছে ৷ কিন্তু, তাদের ধারণা ভুল ছিল ৷ জানকী এক্সপ্রেস এসে গিয়েছিল সেই লাইনেই, যে লাইনের উপর দিয়ে তিন বন্ধু হেঁটে যাচ্ছিল ৷ ঘন কুয়াশায় বিপদ ঠাওর করতে পারেনি তারা ৷ ট্রেন এসে গিয়েছে, এটুকু বোঝার আগেই সনু আর নীতীশের ধাক্কা লাগে ৷ এটুকু দেখেই নীচে ঝাঁপ মারে আমন ৷

স্থানীয় মানসী থানার এসআই নীলেশ কুমার জানিয়েছেন, ইতিমধ্য়েই মৃত দুই কিশোরের দেহের ময়নাতদন্ত করা হয়ে গিয়েছে ৷ তাদের দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details