মুম্বই, 2 ডিসেম্বর:13 বছরের কিশোরীকে যৌন নিগ্রহের (Sexual Assault) অভিযোগ উঠল দুই সহপাঠীর বিরুদ্ধে ! অভিযোগ, স্কুলের শ্রেণিকক্ষের ভিতরেই চরম নির্যাতনের শিকার হতে হয় ওই ছাত্রীকে ৷ মুম্বইয়ের (Mumbai) মতুঙ্গা (Matunga) এলাকার একটি পৌরস্কুলে এই ঘটনা ঘটেছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ স্থানীয় থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শুক্রবার ভারপ্রাপ্ত এক আধিকারিক সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন ৷
মতুঙ্গা থানার (Matunga Police Station) ওই আধিকারিক জানান, গত সোমবার স্কুলেই নির্যাতনের শিকার হয় ওই ছাত্রী ৷ তিনি বলেন, "মেয়েটির দুই সহপাঠীই তার উপর যৌন অত্যাচার চালায় ৷ সেই সময় স্কুলে নাচের প্রশিক্ষণ চলছিল ৷ ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা সেখানেই গিয়েছিল ৷ বস্তুত বাকিরা বেরিয়ে যেতেই দুই ছাত্র তাদের ওই সহপাঠীকে নিশানা করে ৷ মেয়েটিকে শ্রেণিকক্ষে একা পেয়েই এই কাণ্ড ঘটায় তারা ৷"