পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sexual Assault: ফাঁকা শ্রেণিকক্ষে সহপাঠীকে যৌন নির্যাতন ! দুই ছাত্রের ঠাঁই হল হোমে - ধর্ষণের অভিযোগ

অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের (Sexual Assault) অভিযোগ উঠল তারই দুই সহপাঠীর বিরুদ্ধে ! মুম্বইয়ের (Mumbai) মতুঙ্গা থানা এলাকার (Matunga Police Station) ঘটনা ৷

two teenage boy sent to Juvenile Custody for alleged Sexual Assault of their female classmate
Sexual Assault: ফাঁকা শ্রেণিকক্ষে সহপাঠীকে যৌন নির্যাতন ! দুই ছাত্রের ঠাঁই হল হোমে

By

Published : Dec 2, 2022, 7:27 PM IST

মুম্বই, 2 ডিসেম্বর:13 বছরের কিশোরীকে যৌন নিগ্রহের (Sexual Assault) অভিযোগ উঠল দুই সহপাঠীর বিরুদ্ধে ! অভিযোগ, স্কুলের শ্রেণিকক্ষের ভিতরেই চরম নির্যাতনের শিকার হতে হয় ওই ছাত্রীকে ৷ মুম্বইয়ের (Mumbai) মতুঙ্গা (Matunga) এলাকার একটি পৌরস্কুলে এই ঘটনা ঘটেছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ স্থানীয় থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শুক্রবার ভারপ্রাপ্ত এক আধিকারিক সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন ৷

মতুঙ্গা থানার (Matunga Police Station) ওই আধিকারিক জানান, গত সোমবার স্কুলেই নির্যাতনের শিকার হয় ওই ছাত্রী ৷ তিনি বলেন, "মেয়েটির দুই সহপাঠীই তার উপর যৌন অত্যাচার চালায় ৷ সেই সময় স্কুলে নাচের প্রশিক্ষণ চলছিল ৷ ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা সেখানেই গিয়েছিল ৷ বস্তুত বাকিরা বেরিয়ে যেতেই দুই ছাত্র তাদের ওই সহপাঠীকে নিশানা করে ৷ মেয়েটিকে শ্রেণিকক্ষে একা পেয়েই এই কাণ্ড ঘটায় তারা ৷"

আরও পড়ুন:মেডিক্যাল পড়ুয়া-চিকিৎসকদের পোশাক ফতোয়া ! পরা যাবে না জিনস !

এই ঘটনায় অভিযোগকারী এবং দুই অভিযুক্ত, তিনজনই অষ্টম শ্রেণির পড়ুয়া ৷ পুলিশের ওই আধিকারিক আরও জানান, "এই ঘটনায় মেয়েটি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে ৷ পরে সমস্ত ঘটনা পরিবারের সদস্যদের সে জানায় ৷ পরিবারের সদস্যরাই দুই কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ৷"

এই ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ ভারতীয় দণ্ডবিধির 376ডিএ (16 বছরের কম বয়সি নারীর গণধর্ষণ) এবং পকসো (POCSO) আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে দুই ছাত্রের বিরুদ্ধে ৷ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে জুভেনাইল আদালতে পেশ করা হয়েছে ৷ বিচারক তাদের দু'জনকেই হোমে পাঠানোর নির্দেশ দেন ৷ আপাতত দক্ষিণ মুম্বইয়ের ডোংরিতে অবস্থিত জুভেনাইল ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছে দুই ছাত্র ৷ অন্যদিকে, পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details