শ্রীনগর, 7 অক্টোবর :স্কুলে ঢুকে দুই শিক্ষককে গুলি করে খুন করার অভিযোগ উঠল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ৷ প্রাথমিক ভাবে যা খবর পাওয়া গিয়েছে, তার মধ্যে একজন শিক্ষিকা রয়েছেন ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শ্রীনগরের ইদগাহ এলাকার গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে ৷
আরও পড়ুন :Lakhimpur Kheri Violence : লখিমপুরের তদন্তে এক সদস্যের কমিশন গড়ল উত্তরপ্রদেশ সরকার
এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ৷ কারা এই ঘটনা ঘটাল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ নিহত দুই শিক্ষকের পরিচয় সম্পর্কে এখনও পুলিশ কিছু জানায়নি ৷ কিন্তু স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে যে, শিক্ষক কাশ্মীরি পণ্ডিত এবং শিক্ষিকা শিখ সম্প্রদায়ের ৷
গত কয়েকদিনে শ্রীনগরে এই নিয়ে বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হল ৷ বুধবার শ্রীনগরের রাস্তায় একজন হকারকে জঙ্গিরা গুলি করে মারে ৷ নিহত হকারের নাম বীরেন্দর পাসোয়ান ৷ তিনি শ্রীনগরের লালবাজারের মদিনা চকে যখন কাজ করছিলেন, তখনই ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে যে বীরেন্দর পাসোয়ান বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা ৷