পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shot Dead : শ্রীনগরে স্কুলে ঢুকে দুই শিক্ষককে গুলি করে খুন - জম্মু ও কাশ্মীর

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শ্রীনগরের ইদগাহ এলাকার গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে ৷ এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ৷

two-teachers-shot-dead-inside-school-in-srinagar
Shot Dead : শ্রীনগরে স্কুলে ঢুকে দুই শিক্ষককে গুলি করে খুন

By

Published : Oct 7, 2021, 12:25 PM IST

Updated : Oct 7, 2021, 2:45 PM IST

শ্রীনগর, 7 অক্টোবর :স্কুলে ঢুকে দুই শিক্ষককে গুলি করে খুন করার অভিযোগ উঠল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ৷ প্রাথমিক ভাবে যা খবর পাওয়া গিয়েছে, তার মধ্যে একজন শিক্ষিকা রয়েছেন ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শ্রীনগরের ইদগাহ এলাকার গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে ৷

আরও পড়ুন :Lakhimpur Kheri Violence : লখিমপুরের তদন্তে এক সদস্যের কমিশন গড়ল উত্তরপ্রদেশ সরকার

এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ৷ কারা এই ঘটনা ঘটাল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ নিহত দুই শিক্ষকের পরিচয় সম্পর্কে এখনও পুলিশ কিছু জানায়নি ৷ কিন্তু স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে যে, শিক্ষক কাশ্মীরি পণ্ডিত এবং শিক্ষিকা শিখ সম্প্রদায়ের ৷

গত কয়েকদিনে শ্রীনগরে এই নিয়ে বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হল ৷ বুধবার শ্রীনগরের রাস্তায় একজন হকারকে জঙ্গিরা গুলি করে মারে ৷ নিহত হকারের নাম বীরেন্দর পাসোয়ান ৷ তিনি শ্রীনগরের লালবাজারের মদিনা চকে যখন কাজ করছিলেন, তখনই ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে যে বীরেন্দর পাসোয়ান বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা ৷

আরও পড়ুন :Lakhimpur Kheri Violence : সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বর্তমান বিচারপতির অধীনে তদন্তের দাবি প্রিয়াঙ্কার

এছাড়া মঙ্গলবার শ্রীনগরে একজন ব্যবসায়ীকে খুন করা হয় ৷ ওই ঘটনাটি শ্রীনগরের ইকবাল পার্ক এলাকায় ঘটে ৷ নিহতের নাম মাখনলাল বিন্দ্রো ৷ তিনিও কাশ্মীরি পণ্ডিত ছিলেন ৷ তাঁর দোকানের নাম ছিল বিন্দ্রো মেডিক্যাল ৷ সেখানেই তাঁকে উদ্দেশ্য করে গুলি চালানো হয় ৷ তিনি গুরুতর জখম হন ৷ তারপর হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

পর পর কয়েকটি ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরে ৷ পুলিশ জঙ্গিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ৷ তবে এখনও কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন :Lakhimpur Kheri Violence : আমরা মৃতদের ন্যায়বিচার আদায় করতে এসেছি, লখিমপুরে পৌঁছে জানালেন রাহুল

বৃহস্পতিবারের ঘটনার পর ঘটনাস্থলে যান জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং ৷ তিনি জানিয়েছেন, কাশ্মীরি মুসলিমদের বদনাম করতেই এই ধরনের ঘটনা ঘটছে ৷ এর পিছনে পাকিস্তানের চক্রান্ত রয়েছে বলেই তিনি দাবি করেন ৷

Last Updated : Oct 7, 2021, 2:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details