পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lakhimpur Kheri School Incident : লখিমপুরে স্কুলের ছাদে পড়ুয়াদের বন্দি করে বদলি বাতিলে প্রশাসনকে চাপ 2 শিক্ষিকার - শিক্ষক বদলির অর্ডার বাতিল

লখিমপুর খেরির একটি স্কুলের দুই শিক্ষিকা তাঁদের বদলির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ৷ প্রশাসনকে চাপে রেখে যে কোনও ভাবে এই বদলি আটকাতে কী করলেন তাঁরা ? স্কুলের ছাদে বন্দি করে রেখেছিলেন প্রায় 24 জন ছাত্রীকে (Lakhimpur Kheri School Incident ) ৷

Students locked up in Uttar Pradesh
স্কুলের ছাদে বন্দি ছাত্রীরা

By

Published : Apr 23, 2022, 2:42 PM IST

লখিমপুর খেরি, 23 এপ্রিল : স্কুলের ছাদে বন্দি করে রাখা হয়েছে প্রায় 24 জন পড়ুয়াকে ৷ দু'জন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগে ফের খবর শিরোনামে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, কস্তুরবা গান্ধি বালিকা বিদ্যালয়ের দু'জন শিক্ষক বদলির অর্ডার বাতিল করতে জেলা প্রশাসনের উপর এ ভাবেই চাপ সৃষ্টি করেছেন (Two teachers allegedly locked around 24 students in Lakhimpur Kheri school) ৷

ঘটনাটি বৃহস্পতিবার রাতের ৷ বেশ কয়েক ঘণ্টা পর আধিকারিকেরা এবং স্থানীয় পুলিশ ছাত্রীদের তাদের হস্টেলে ফিরিয়ে আনে ৷ লখিমপুর খেরির শিক্ষা দফতরের এক আধিকারিক লক্ষ্মীকান্ত পান্ডে বলেন, "শৃঙ্খলা রক্ষার্থে কস্তুরবা গান্ধি বালিকা বিদ্যালয়ের অন্য একটি শাখায় বদলি করা হয়েছিল দুই শিক্ষককে ৷ জেলা প্রশাসন যাতে তা খারিজ করে, তার জন্য এই পথ বেছে নিয়েছিলেন দু'জন শিক্ষিকা ৷"

আরও পড়ুন : GD Birla School : জিডি বিড়লায় 'আমরা-ওরা', ফি মেটানো পড়ুয়াদের উপহার, বাকিদের প্রাপ্তি দীর্ঘশ্বাস

হস্টেলের ওয়ার্ডেন ললিত কুমারী মেয়েদের আটকে রাখার বিষয়টি জানান লক্ষ্মীকান্ত পান্ডে এবং আরেক আধিকারিক রেণু শ্রীবাস্তবকে ৷ তাঁরা তড়িঘড়ি স্কুলে পৌঁছন এবং সেখানে দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালাতে থাকেন পড়ুয়াদের মুক্ত করতে ৷ স্থানীয় মহিলা পুলিশের কর্মীদেরও ডেকে আনা হয় ৷ অনেকক্ষণ পর বিষয়টি মিটে যায়, জানিয়েছেন পান্ডে ৷

তিনি বলেন, "মনোরমা মিশ্র এবং গোল্ডি কাটিয়ার, এই দুই শিক্ষিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যথোপযুক্ত ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ৷ এই ঘটনায় একটি তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে ৷ তিনদিনের মধ্যে কমিটি তাদের রিপোর্ট জমা দেবে ৷"

তদন্তে দুই শিক্ষিকা যদি দোষী প্রমাণিত হন, তাহলে কড়া শাস্তি হতে পারে ৷ এমনকি তাঁরা চাকরিও খোয়াতে পারেন বলে জানিয়েছেন পান্ডে ৷

ABOUT THE AUTHOR

...view details