পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সরকারি চাকরি থেকে বরখাস্ত হিজবুল নেতার দুই ছেলে - সরকারি চাকরি থেকে বরখাস্ত হিজবুল নেতার দুই ছেলে

দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত থাকা ও উপত্যকায় জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে জঙ্গিনেতা সৈয়দ সালাউদ্দিনের দুই ছেলেকে সরিয়ে দেওয়া হয়েছে সরকারি চাকরি থেকে ।

সরকারি চাকরি থেকে বরখাস্ত হিজবুল নেতার দুই ছেলে
সরকারি চাকরি থেকে বরখাস্ত হিজবুল নেতার দুই ছেলে

By

Published : Jul 11, 2021, 10:14 AM IST

শ্রীনগর, 11 জুলাই : হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের প্রধান সৈয়দ সালাউদ্দিনের দুই ছেলেকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করল জম্মু ও কাশ্মীর প্রশাসন । সালাউদ্দিনের দুই ছেলে সৈয়দ আহমেদ শাকিল এবং সৈয়দ শাহিদ ইউসুফ সহ মোট 11 জনকে দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত থাকা ও উপত্যকায় জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ কাজ থেকে বরখাস্ত করা হয়েছে ।

যে সরকারি কর্মীদের বরখাস্ত করা হয়েছে, তাদের মধ্যে চারজনের বাড়ি অনন্তনাগে, তিনজনের বাড়ি বুদগামে এবং বাকিরা বারামুল্লা, শ্রীনগর, পুলওয়ামা ও কুপওয়ারার বাসিন্দা । এদের মধ্যে চারজন জম্মু ও কাশ্মীর শিক্ষা দফতরে নিযুক্ত ছিল, দু'জন ছিল জম্মু ও কাশ্মীর পুলিশে ।

চলতি বছরের মে মাসেও এই একই অভিযোগে তিনজন কর্মীকে বরখাস্ত করেছিল প্রশাসন । এর আগে 2016 সালে পিডিপি-বিজেপির জোট সরকারও 12 জন কর্মীকে কাজ থেকে বরখাস্ত করেছিল । গতবছর অগাস্টে সরকারের তরফে জানানো হয়েছিল, দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত এমন প্রায় 500 কর্মীকে ছাঁটাই করা হবে । সেই মতো একটি কমিটিও গঠন করা হয়ে মুখ্য সচিবের নেতৃত্বে । কমিটিতে রাখা হয় স্বরাষ্ট্রসচিব ও পুলিশের প্রধানকে ।

ABOUT THE AUTHOR

...view details