নয়াদিল্লি, 18 জুন: রবিবার ভোররাতে রাজধানী দিল্লিতে চলল গুলি ৷ দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে দুই বোনের ৷ ঘটনাটি ঘটেছে আরকে পুরম এলাকার আম্বেদকর বস্তির কাছে ৷ জানা গিয়েছে, দুই দিদি ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তখনও ওই দু'জনের দেহে প্রাণ ৷ এরপর আহত দু'জনকে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে ভরতি করে পুলিশ ৷ সেখানে মৃত্যু হয় তাঁদের । গুলি চালানোর এই ঘটনার ভিডিয়োও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ।
দক্ষিণ পশ্চিম দিল্লির ডিসিপি মনোজ সি জানান, আজ ভোর 4:40 নাগাদ আরকে পুরম থানায় একটি পিসিআর কল আসে ৷ যাতে বলা হয় যে কিছু দুষ্কৃতীরা আম্বেদকর নগর বস্তিতে দুই বোনকে গুলি করেছে । খবর পেয়ে স্থানীয় পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখানে গিয়ে দেখা যায়, পিঙ্কি (30) ও জ্যোতি (29) গুলিবিদ্ধ হয়েছেন । সঙ্গে সঙ্গে তাঁদেরকে সফদরজং হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই মৃত্যু হয় দুই বোনের ৷ জানা গিয়েছে, হামলাকারীরা মূলত নিহতের ভাইকে আক্রমণ করতে এসেছিল । টাকার লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে কিছু ঝামেলা হয়েছিল । আরকে পুরম থানার পুলিশ খুনের ঘটনায় একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে ।