পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Suicide in Ashram: 'আশারাম বাপুর মতো কঠিন শাস্তি চাই!', ব্রহ্মাকুমারী আশ্রমের দুই বোনের সুইসাইড নোটে চাঞ্চল্য - brahma kumari ashram suicide news

আগ্রায় ব্রহ্মাকুমারী আশ্রমেই থাকছিলেন দুই বোন ৷ হঠাৎ শুক্রবার রাতে দু'জনেই আত্মহত্যা করেন ৷ তাঁরা সুইসাইড নোটে আশ্রমের চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার কথা উল্লেখ করে গিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর ৷ মৃত্যুর আগে মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন এক বোন ৷

ETV Bharat
ব্রহ্মাকুমারী আশ্রমে আত্মহত্যা দুই বোনের

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 2:09 PM IST

Updated : Nov 11, 2023, 2:16 PM IST

আগরা, 11 নভেম্বর: ব্রহ্মাকুমারী আশ্রমে 'আত্মহত্যা' করলেন দুই বোন ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে তাজমহলের শহর আগরায় ৷ পুলিশ জানিয়েছে, ওই দুই বোন উত্তরপ্রদেশের জাগনেরে অবস্থিত ব্রহ্মাকুমারী আশ্রমে থাকছিলেন ৷ শুক্রবার রাতে তাঁরা আত্মহত্যা করেন ৷ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে তাঁরা দু'টি সুইসাইড নোট লিখে গিয়েছেন ৷ তাতে আশ্রমের তিনজন পুরুষ এবং একজন মহিলার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ৷ অভিযুক্তরা আশ্রমেই থাকে এবং বিভিন্ন কাজ করে ৷ অর্থ লেনদেন সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেছেন দুই বোন ৷ তাঁদের মধ্যে একজন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে সুইসাইড নোট লিখেছেন ৷ আশারাম বাপুর যেমন শাস্তি হয়েছে, তেমনই অভিযুক্তদের কঠিন শাস্তি দেওয়ার দাবি জানিয়ে গিয়েছেন ওই দুই বোন ৷

মৃত ওই দুই বোন শিখা (34) এবং একতা (37) জাগনেরেরই বাসিন্দা ৷ প্রায় একদশক আগে শিখা এবং একতা ব্রহ্মা কুমারী সংস্থার সঙ্গে যুক্ত হন ৷ আর বছর আটেক আগে তাঁরা ব্রহ্মাকুমারী আশ্রমে গিয়ে বাস করতে শুরু করেন ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত 11.18 মিনিটে তাঁরা ওই দুই বোনের কাছ থেকে একটি মেসেজ পান ৷ তাতে তাঁরা এই চরম পন্থা নেওয়ার কথা পরিবারকে জানান ৷ পরিবারের প্রাথমিক অনুমান, আশ্রমের কোনও বিষয় নিয়ে তাঁদের মন বিষণ্ণ হয়েছিল ৷ তার জেরেই এমন চরম পদক্ষেপ নিয়েছেন দুই বোন।

মৃতদের ভাই সোনু সিংঘল বলেন, "দু'দিন আগেই আমি আশ্রমে গিয়ে বোনেদের সঙ্গে দেখা করি ৷ তখন তো সবই ঠিকঠাক ছিল ৷ এখনও আমি বুঝতে পারছি না, কী হল! কেন বোনেরা এই কাজ করলেন তা আমারও অজানা ?" ডিএসপি সোনম কুমার এবং এসিপি মহেশ কুমার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন ৷ দেহ দু'টি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷

মহেশ কুমার বলেন, " দুই বোন সুইসাইড নোট লিখে গিয়েছেন ৷ তিনজন পুরুষ এবং এক মহিলার বিরুদ্ধে তাঁরা অভিযোগ করেছেন ৷ অভিযুক্তরা এই আশ্রমে থাকে এবং এখানেই কাজ করেন ৷ টাকা নেওয়া সংক্রান্ত অভিযোগ করেছেন দুই বোন ৷"

পুলিশের এক উচ্চাধিকারিক জানিয়েছেন, মৃত্যুর আসল কারণ জানার চেষ্টা চলছে ৷ তিনি বলেন, "চার ব্যক্তি তাঁদের আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে বলে অভিযোগ করেছিলেন ওই দুই বোন ৷ আমরা বিষয়টা খতিয়ে দেখছি ৷" সূত্রের খবর, শিখা তাঁর লেখা সুইসাইড নোটে ওই চারজনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার কথা বলে গিয়েছেন ৷ অভিযুক্তদের জন্যই তাঁদের এমন চরম পন্থা বেছে নিতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি ৷ অভিযুক্তদের নামও উল্লেখ করেছেন ৷ একতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখেছেন ৷ আশারাম বাপুর বিরুদ্ধে যে রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, এক্ষেত্রেও ঠিক সেরকমটাই চেয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন:

Last Updated : Nov 11, 2023, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details