লন্ডন, 27 জানুয়ারি:ম্য়াচ গড়াপেটার অভিযোগে দুই রুশ টেনিস খেলোয়াড়কে সারা জীবনের জন্য় নির্বাসিত করা হল৷ যে ম্য়াচগুলি গড়াপেটা করা হয়েছিল, তারমধ্য়ে দু’টিতে এই দু’জনই ডাবলসের পার্টনার ছিলেন৷
ইন্টারন্য়াশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সির (আইটিআইএ) তরফে জানানো হয়েছে, ম্য়াচ গড়াপেটার অভিযোগে অ্য়ালাইজা মার্দিভা দোষী সাব্যস্ত হয়েছেন৷ একই দোষ প্রমাণিত হয়েছে সোফিয়া দিমিত্রিয়েভার বিরুদ্ধেও৷
আইটিআইএ জানিয়েছে, তারা একাধিক ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছিল৷ এরমধ্যে দু’টি ম্য়াচে এই দু’জনই ডাবলসের পার্টনার হিসাবে খেলেছিলেন৷ তবে এক্ষেত্রে ঠিক কোন কোন টুর্নামেন্টের কথা বলা হয়েছে, তা খোলসা করেনি আইটিআইএ৷
আরও পড়ুন:সিডনিতে বর্ণবিদ্বেষের শিকার হন ভারতীয় ক্রিকেটাররা, মেনে নিল অস্ট্রেলিয়া
খেলার সুবাদে বিশ্বের নানা প্রান্তে ঘুরেছেন অ্য়ালাইজা ও সোফিয়া৷ মাঝেমধ্য়েই আফ্রিকা, তুর্কি এবং পূর্ব ইউরোপে খেলতে যেতেন তাঁরা৷ বিশ্ব টেনিসের সেরাদের তালিকায় অ্য়ালাইজা ও সোফিয়ার সেরা অবস্থান ছিল যথাক্রমে 928 এবং 1,191৷ 2019 সালে কেনিয়ায় দু’টি টুর্নামেন্টে জুটি বেঁধে খেলেছিলেন এই দু’জন৷