নয়াদিল্লি, 8 মে :ভরসন্ধেয় গুলি চলল নয়াদিল্লির পশ্চিম জেলার হরিনগর এলাকায় ৷ শনিবার সন্ধেয় ব্যবসায়ী অজয় চৌধুরী তাঁর স্করপিও গাড়িতে তিহার গাঁবের দিকে যাচ্ছিলেন ৷ তাঁর সঙ্গে ছিলেন ভাই যশবন্ত চৌধুরীও ৷ সুভাষনগর চৌকে সিগন্যালের কাছে গাড়িটির ধীরে চলছিল ৷ সেই সময় হঠাৎ স্কুটিতে করে অচেনা কয়েকজন লোক এসে পিছন দিক থেকে 10 রাউন্ড গুলি চালায় ৷ সিসিটিভি ফুটেজে সে দৃশ্য পাওয়া গিয়েছে (Two persons injured in firing incident in Hari Nagar police station area) ৷
অজয় চৌধুরী মাণ্ডি ইউনিয়নের চেয়ারম্যান ৷ তাঁর গায়ে চারটি গুলি লেগেছে ৷ গাড়ির চাকায় গুলি লাগায় পাঞ্চার হয়ে যায় ৷ জখম হন অজয় চৌধুরী ৷ সেই অবস্থায় পাঞ্চাল গাড়িটি চালিয়ে কোনওমতে হাসপাতালে পৌঁছন তিনি ৷ সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে ৷ তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় এবং বিপজ্জনক অবস্থার বাইরে, জানিয়েছেন তাঁর আত্মীয় ৷