পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lift Collapse in Surat: সুরাতে লিফট দুর্ঘটনায় 2 জনের মৃত্যু, আহত 4 - লিফট দুর্ঘটনায় 2 জনের মৃত্যু

গুজরাতের সুরাতে লিফট দুর্ঘটনায় 2 জনের মৃত্যু ও 4 জন গুরুতর আহত হয়েছেন (Lift Collapse in Surat) ৷ 14 তলার বহুতল থেকে লিফটটি নিচে পড়ে যায় বলে জানা গিয়েছে ৷

two-people-died-and-four-people-injured-due-to-lift-collapse-in-surat
two-people-died-and-four-people-injured-due-to-lift-collapse-in-surat

By

Published : Sep 16, 2022, 2:05 PM IST

Updated : Sep 16, 2022, 4:20 PM IST

সুরাত, 16 সেপ্টেম্বর: লিফট দুর্ঘটনায় (Lift Collapse in Surat) গুজরাতের সুরাতে 2 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ ঘটনায় আরও 4 জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে । সুরাতের বামরোলিতে একটি নির্মিয়মাণ বহুতলে ঘটনাটি ঘটেছে ৷ লিফটের তার ছিঁড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে সুরাতের বামরোলিক তিরুপতি কমপ্লেক্স নামে একটি নির্মীয়মাণ বহুতলের 14 তলা থেকে লিফটটি তার ছিঁড়ে নিচে পড়ে যায় ৷ ঘটনার অভিঘাতে সেখানে থাকা দু’জনের মৃত্যু হয় ৷ 4 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ ঘটনায় মৃত ও আহত সকলেই লিফট সংস্থার কর্মচারী বলে পুলিশ সূত্রে খবর ৷

আরও পড়ুন:বাসে আগুন ! চালকের তৎপরতায় বাঁচলেন যাত্রীরা

তবে, দুর্ঘটনার নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায় ৷ পান্ডেসারা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে ৷ ওই বহুতলে যে সংস্থার লিফট লাগানো হয়েছিল ৷ সেই সংস্থার ইঞ্জিনিয়ারদের ঘটনাস্থলে ডাকা হয়েছে ৷ পাশাপাশি, গুজরাত পুলিশের বিশেষজ্ঞ দল সেখানে গিয়েছে ৷ তাঁরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছেন ৷ পুলিশ সূত্রে খবর, 14 তলায় লিফটে কোনও সমস্যা হয়েছিল ৷ সেখানেই মেরামতির কাজ করছিলেন কর্মীরা ৷ সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Last Updated : Sep 16, 2022, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details