কোচি, 24 নভেম্বর:বেঙ্গালুরুগামী অ্যালায়েন্স এয়ার ফ্লাইট বৃহস্পতিবার রাতে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের উপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় আপৎকালীন দরজা খোলার চেষ্টা করার জেরে দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে রামোজি কোরাইল এবং রমেশ কুমার নামে দুই যাত্রীকে ৷ জানা গিয়েছে, দু'জনেই কর্ণাটকের বাসিন্দা। অভিযোগ, এই দুই ব্যক্তিই বেশ কয়েকবার আপৎকালীন দরজা খোলার চেষ্টা করে ৷ এর পরই ফ্লাইট ক্রু'রা দুই ব্যক্তিকেই বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
পরে কোচি বিমানবন্দরের আধিকারিকদের অভিযোগের ভিত্তিতে নেদুম্বাসেরি পুলিশ তাদের দু'জনকেই গ্রেফতার করে। একই সঙ্গে, তাদের বেঙ্গালুরু যাওয়াও নিষিদ্ধ করা হয়েছে বলে খবর । সূত্রের খবর, দুই অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, ভুলবশত তারা দরজা খোলার চেষ্টা করেছিলেন । যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের দাবি নাকচ করে দিয়েছে ৷ পালটা বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, এই দুই ব্যক্তি দরজা খোলার জন্য তিন থেকে চারবার চেষ্টা করেছিলেন ।
অন্যদিকে, মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই দুই ব্যক্তিকেই লাগাতার জিজ্ঞাসাবাদ করে শুক্রবার আদালতে পেশ করা হবে বলেও জানিয়েছে পুলিশ । জানা গিয়েছে, দুই যাত্রী তাদের আত্মপক্ষ সমর্থনে পুলিশকে জানিয়েছেন, ভুলবশত তারা দরজা খোলার চেষ্টা করেছিলেন । বিমানবন্দর কর্তৃপক্ষের পালটা দাবি তারা একাধিকবার জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা করেছে, যা ভুল হিসাবে বিবেচিত হতে পারে না ।
পুলিশ সূত্রে খবর, কর্ণাটক থেকে আসা দুই যাত্রী ফ্লাইটের জরুরি দরজা খোলার চেষ্টা করলে অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ অ্যালায়েন্স এয়ার ফ্লাইটে ফ্লাইট ক্রুদের সময়মতো পদক্ষেপ নেওয়ার জেরে অবশ্য বড় দুর্ঘটনা এড়ায় ৷