পোরবন্দর, 26 নভেম্বর: ভোটের কাজের দায়িত্ব পালনের মধ্যেই গুজরাতের পোরবন্দরে সহকর্মীর গুলিতে মৃত্যু হল দুই আধাসেনা জওয়ানের ৷ আহত হয়েছেন আরও 2 জন ৷ শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে (Jawans Killed in Gujarat) ৷
জানা গিয়েছে, এদিন যখন বাসে করে ভোটের দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিলেন আইআরবি (ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন) জওয়ানরা তখনই তাঁদের মধ্যে বিবাদ শুরু হয় ৷ তখনই এক জওয়ান তাঁর বন্দুক থেকে গুলি চালাতে শুরু করেন ৷ মৃত্যু হয় দুই আধাসেনার ৷ ঘটনায় আহত অপর দুই জওয়ানকে পোরবন্দরের ভাবসিংজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (two paramilitary jawans on election duty killed in Gujarat) ৷