গুয়াহাটি, 24 এপ্রিল :অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনর অপহৃত 3 কর্মচারীর মধ্যে 2 জনকে নাগাল্যান্ডের মন জেলা থেকে উদ্ধার করল নিরাপত্তা বাহিনী ৷
সূত্রের খবর, শুক্রবার রাতে ভারতীয় সেনাবাহিনী এবং অসম রিলিফ ট্রুপ তল্লাশি চালাচ্ছিল ৷ তল্লাশি চলাকালীন মন জেলা থেকে উদ্ধার করা হয় অপহৃত দুই কর্মচারীকে ৷ অপহৃতদের নাম অলকেশ সাইকিয়া এবং মোহিনী মোহন গোগোই ৷ সেই সঙ্গে উদ্ধার হয়েছে একটি একে 47 ও ৷ তল্লাশি এখনও চলছে ৷