আজমের, 19 এপ্রিল : মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল রাজস্থানের বিওয়ারের এক সরকারি হাসপাতালের শিশু ও প্রসূতি বিভাগ ৷ সোমবার রাতে অমৃতকৌর হাসপাতালের আইসিইউ-তে ওয়ার্মারে ঝলসে মৃত্যু হল দুই সদ্যোজাতর (Two New Born Babies Burnt in Government hospital ICU at Beawer) ৷ চাঞ্চল্যকর এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷ মঙ্গলবার গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে দুই শিশুর মৃতদেহের ময়নাতদন্তের পরই আরও স্পষ্ট হবে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি ৷
ঠিক কী ঘটেছে রবিবার রাতে : ওয়ার্মার সেন্সরের গাফিলতি বলে দুর্ঘটনার দায় এড়ানোর চেষ্টা করছে বিওয়ারের সংশ্লিষ্ট হাসপাতাল ৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাতে হাসপাতালের পাওয়ার কাট হলে জেনারেটর চালু করা হয় ৷ আর জেনারেটরের কারণেই ওয়ার্মারের সেন্সর ক্ষতিগ্রস্ত হয়ে তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায় ৷ ফলস্বরূপ ওয়ার্মারে রাখা 11দিন এবং 4দিনের দুই শিশুর ঝলসে মৃত্যু হয় ৷ দায়িত্বে থাকা কর্মীরা বুঝে ওঠার আগেই সব শেষ ৷