কাঙ্কের(ছত্তিশগড়), 21 অক্টোবর: ডিআরজি জওয়ানদের সঙ্গে এনকাউন্টারে নিহত দুই মাওবাদী । ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কাঙ্কের জেলার কয়লিবেদা এলাকার চিলপারাস গ্রামে ৷ ঘটনায় উদ্ধার হয়েছে একটি ইনসাস রাইফেল, একটি 12-বোরের রাইফেল এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ ৷ এমনটাই জানিয়েছেন বস্তার আইজি পি সুন্দররাজ ৷
জানা গিয়েছে, শনিবার সকাল 8টা নাগাদ কোয়ালীবেড়া থানার সীমানায় অবস্থিত জঙ্গলে এই এনকাউন্টারটি হয় । ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এর একটি দল, পুলিশ বাহিনীর একটি ইউনিট মাওবাদী বিরোধী অভিযানে বেরিয়েছিল । এ সময় মাওবাদীরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে । সেনা জওয়ানরা পালটা গুলি চালায় ৷ ওই এনকাউন্টারে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে । বস্তার আইজি পি সুন্দররাজ নকশাল এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, "গোলাগুলি থামার পর ঘটনাস্থল থেকে দুই পুরুষ মাওবাদীর দেহ পাওয়া গিয়েছে । তল্লাশির সময় একটি ইনসাস রাইফেল, একটি 12 বোরের রাইফেল এবং গোলাবারুদও উদ্ধার হয়েছে । নিহত মাওবাদীদের পরিচয় এখনও জানা যায়নি । আশপাশের এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে । পাশাপাশি মৃতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷ "