পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Naxalites Killed in Chhattisgarh: ছত্তিশগড়ে জওয়ানদের তল্লাশি অভিযানে নিহত 2 মাওবাদী

7 নভেম্বর কাঙ্কেরে বিধানসভা নির্বাচন । তার আগে ঘনবসতিপূর্ণ নকশাল এলাকায় সেনা জওয়ানরা ক্রমাগত তল্লাশি অভিযান চালাচ্ছেন । শনিবার এনকাউন্টারে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে ৷

Naxalites Killed
এনকাউন্টারে নিহত দুই মাওবাদী

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 2:13 PM IST

কাঙ্কের(ছত্তিশগড়), 21 অক্টোবর: ডিআরজি জওয়ানদের সঙ্গে এনকাউন্টারে নিহত দুই মাওবাদী । ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কাঙ্কের জেলার কয়লিবেদা এলাকার চিলপারাস গ্রামে ৷ ঘটনায় উদ্ধার হয়েছে একটি ইনসাস রাইফেল, একটি 12-বোরের রাইফেল এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ ৷ এমনটাই জানিয়েছেন বস্তার আইজি পি সুন্দররাজ ৷

জানা গিয়েছে, শনিবার সকাল 8টা নাগাদ কোয়ালীবেড়া থানার সীমানায় অবস্থিত জঙ্গলে এই এনকাউন্টারটি হয় । ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এর একটি দল, পুলিশ বাহিনীর একটি ইউনিট মাওবাদী বিরোধী অভিযানে বেরিয়েছিল । এ সময় মাওবাদীরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে । সেনা জওয়ানরা পালটা গুলি চালায় ৷ ওই এনকাউন্টারে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে । বস্তার আইজি পি সুন্দররাজ নকশাল এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, "গোলাগুলি থামার পর ঘটনাস্থল থেকে দুই পুরুষ মাওবাদীর দেহ পাওয়া গিয়েছে । তল্লাশির সময় একটি ইনসাস রাইফেল, একটি 12 বোরের রাইফেল এবং গোলাবারুদও উদ্ধার হয়েছে । নিহত মাওবাদীদের পরিচয় এখনও জানা যায়নি । আশপাশের এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে । পাশাপাশি মৃতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷ "

আরও পড়ুন:দান্তেওয়াড়ার জঙ্গলে এনকাউন্টারে মৃত 2 মহিলা মাওবাদী, উদ্ধার অস্ত্র

মঙ্গলবার বিজাপুর জেলার মাদদেদের বান্দেপাড়া জঙ্গলে সেনা জওয়ান ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয় । এই এনকাউন্টারে এডেড এরিয়া কমিটির ইনচার্জ ডিভিসিএম নাগেশ নিহত হন । তাঁর দেহও উদ্ধার করা হয়েছে । ঘটনাস্থল থেকে একটি একে 47 রাইফেলও উদ্ধার করা হয়েছে । বস্তারে 7 নভেম্বর প্রথম দফার নির্বাচন । বস্তারের 12টি আসনে ভোটগ্রহণ হবে ৷ এর কারণে পুরো জায়গাটিতে হাই অ্যালার্ট রয়েছে । নিরাপত্তা বাহিনী, পুলিশ, বস্তার ফাইটার্স, সিআরপিএফ সব জায়গায় মোতায়েন রয়েছে । মাওবাদীরা বিধানসভা নির্বাচন বয়কটের ঘোষণা করেছে ৷ এরপরেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details