পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'ধর্ষণ' করে 2 নাবালিকাকে মাঠে ফেলে গেল দুষ্কৃতীরা, মৃত্যু একজনের - নাবালিকা ধর্ষণ

Minor Girl Raped and Death in Patna: সারাদিন নিখোঁজ থাকার পর দুই দলিত নাবালিকার দেহ মিলল গ্রামেরই মাঠে ৷ তাতেই উঠেছে ধর্ষণের অভিযোগ ৷ তাদের মধ্যে একজনের প্রাণ গিয়েছে ৷ অন্যজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 8:01 AM IST

Updated : Jan 10, 2024, 8:38 AM IST

পটনা, 10 জানুয়ারি: দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৷ তার জেরেই মৃত্যু একজনের ৷ অন্যজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি পটনার এইমস হাসপাতালে ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পটনার ফুলওয়ারি শরিফ থানা এলাকা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুই নাবালিকা দলিত পরিবারের সন্তান বলে জানা গিয়েছে ৷

সূত্রের খবর, সোমবার সকাল 8টা নাগাদ তারা পাশের গ্রামে কাঠ আনতে গিয়েছিল ৷ তারপর আর বাড়ি ফেরেনি ৷ সেখান থেকেই তারা নিখোঁজ হয়ে যায় । অনেক খোঁজাখুঁজি করেও মেয়েদু'টিকে আর পাওয়া যায়নি । পরদিন মঙ্গলবার মাঠের মধ্যে অর্ধনগ্ন অবস্থায় ওই দুই নাবালিকাকে পড়ে থাকতে দেখা যায় ৷ জানা যায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 8 বছরের নাবালিকার । 12 বছর বয়সি দ্বিতীয় মেয়েটির শ্বাস প্রশ্বাস তখনও চলছিল ৷ তড়িঘড়ি তাকে হাসপাতালে ভরতি করা হয় ।

স্থানীয় লোকজনের দাবি, মেয়ে দু'টিকে ধর্ষণ করা হয়েছে । এরপর অজ্ঞান হয়ে গেলে তাদের মৃত ভেবে মাঠে ফেলে দেওয়া হয় । মঙ্গলবার, ফুলওয়ারি শরীফ থানার অন্তর্গত আইটিবিপি এলাকায় জমি দেখতে গিয়ে লোকজন তাদের দেখতে পেলে লোকজন জড়ো হয়ে যায় ৷ শোরগোল পড়ে যায় এলাকায়। মেয়েটির পরিচয় পেতেই তার পরিবারের সদস্যদের খবরটি জানানো হয় ৷ তবে মেয়ে দুটি আদৌ ধর্ষণের শিকার তা পুলিশের তরফে এখনও নিশ্চিত করে বলা হয়নি। ।যদিও ঘটনাস্থল ঘুরে দেখে পুলিশের প্রাথমিক অনুমান, দুই নাবালিকাই ধর্ষণের শিকার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজন নাবালিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনাস্থলে পৌঁছন ফুলওয়ারি শরিফের অতিরিক্ত এসপি বিক্রম সেহাগ। পাশাপাশি, স্থানীয় থানার ইনচার্জ শফির আলমও নিজের দলবল নিয়ে এসে তদন্ত শুরু করেন । ডগ স্কোয়াড ও ফরেনসিক টিমকেও খবর দেওয়া হয় । এফএসএল টিম এসে নমুনা সংগ্রহ ও তদন্ত শুরু করেছে ।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিক্রম সোহাগ জানিয়েছেন, একটি 8 বছরের মেয়ে এবং একটি 12 বছরের মেয়ে তাদের পাশের গ্রামে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল । দু'জনেই নিখোঁজ ছিল । পরদিন দু'জনকেই পাওয়া যায় গ্রামের এক জমিতে । একজন মারা গিয়েছিল । অপরজনের অবস্থা আশঙ্কাজনক । জ্ঞান ফেরার পর তার বক্তব্য নেওয়া হবে । নিহত কিশোরীর লাশের ময়নাতদন্ত করা হচ্ছে । রিপোর্ট আসার পরই বিষয়টি জানা যাবে ।

আরও পড়ুন :

1 প্রেমের বিয়েতে আপত্তি ! মেয়ে-জামাই-সহ 2 বছরের নাতনিকে পিটিয়ে-গুলি করে খুন বাবার

2 ছাত্রকে প্রস্রাব খাইয়ে বেধড়ক মার, যোগীরাজ্যে বর্বরতা পুলিশ-পুত্রের

3নাবালিকা নৃত্যশিল্পীকে গণধর্ষণের অভিযোগ, মির্জাপুরে আটক দাদা-সহ 3

Last Updated : Jan 10, 2024, 8:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details