শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 25 সেপ্টেম্বর:ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতির মধ্যে জম্মু ও কাশ্মীরে এনকাউন্টারে নিহত দুই জঙ্গি (Two militants killed in Kupwara at LoC) ৷ এমনটাই রবিবার জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police) ৷ কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল এলাকার টেকরি নরে নিয়ন্ত্রণ রেখার কাছে একটি এনকাউন্টারে দুই জঙ্গিকে মারা হয়েছে (Line of Control in Tekri Nar of Machil Kupwara district) ।
পুলিশ আরও জানিয়েছে, নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি ৷ তাদের কাছ থেকে একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে ।