কুলগাম, 16 ডিসেম্বর : এনকাউন্টারে খতম দুই জঙ্গি ৷ বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তাবাহিনী এনকাউন্টার চালিয়ে দুই জঙ্গিকে খতম করা হয়েছে, এমনটা জানিয়েছে পুলিশ (Two unidentified militants killed in Kulgam encounter) ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কুলগামের রেদওয়ানি (Redwani) অঞ্চলের আরওয়ানি বালা (Arwani Bala) এলাকায় জঙ্গি এবং নিরাপত্তাবাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয় ৷
আরও পড়ুন : Militant Killed in Pulwama Encounter: পুলওয়ামায় রাতভর এনকাউন্টার, খতম হিজবুল জঙ্গি
পুলিশের কাছে খবর ছিল, ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে ৷ সেই অনুযায়ী সেনা জওয়ান, পুলিশ এবং সিআরপিএফ-এর একটি দল অঞ্চলটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে ৷ নিরাপত্তাবাহিনী এলাকার দিকে এগোতেই লুকিয়ে থাকা জঙ্গিরা তাদের উপর গুলি চালাতে আরম্ভ করে দেয় ৷ পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনী ৷ বৃহস্পতিবার ভোররাতে মারা যায় দুই জঙ্গি ৷ অভিযান এখনও চলছে, তবে গুলিযুদ্ধ সাময়িক থেমেছে ৷
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) জেলার উসগাম পাথরি (Usgam Pathri) অঞ্চলে বুধবার সারারাত ধরে এনকাউন্টার চলে ৷ এতে মারা যায় স্থানীয় এক হিজবুল মুজাহিদিন জঙ্গি (Hizbul Mujahideen militant) ৷
মৃত ওই জঙ্গির নাম ফিরোজ আহমদ দার (Feroz Ahmad Dar) ৷ সে সোপিয়ানের হেফ (Heff) অঞ্চলে বাস করত ৷ 2017 জঙ্গি দলে নাম লিখিয়েছিল ফিরোজ ৷ তারপর সে বহু সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল৷