পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Two Militants killed in Balakot: আধাসেনার সঙ্গে সংঘর্ষে বালাকোট সীমান্তে মৃত 2 জঙ্গি - জম্মু ও কাশ্মীর

বালাকোট সীমান্তে আধাসেনার সঙ্গে সংঘর্ষে মৃত 2 জঙ্গি (Two Militants killed in Balakot Sector) ৷ শনিবার রাতভর অভিযান চালিয়ে এই দুই জঙ্গিকে নিকেশ করে বাহিনী ৷ ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে ৷

Two Militants killed in Balakot ETV BHARAT
Two Militants killed in Balakot

By

Published : Jan 8, 2023, 2:21 PM IST

জম্মু, 8 জানুয়ারি: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বালাকোট সেক্টরে শনিবার রাতভর চলা অভিযানে 2 জঙ্গিকে নিকেশ করল আধাসেনা (Two Militants killed in Balakot Sector) ৷ পুঞ্চ জেলায় লাইন অফ কন্ট্রোলের একেবারে কাছে ওই জঙ্গিদের মারা হয়েছে ৷ প্রতিরক্ষা বিভাগের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ওই এলাকাটিকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে তল্লাশি অভিযান চলছে ৷ জানা গিয়েছে, আধাসেনার টহলদারির সময় সীমান্তের কাছে অস্বাভাবিক চলাফেরা নজরে আসে ৷ তাদের আটকাতে গেলে, গুলি চালানো হয় ৷ তখনই আধাসেনার তরফে পালটা জবাব দেওয়া হয় ৷

প্রতিরক্ষা বিভাগের ওই সূত্রের তরফে জানানো হয়েছে, 19 মাদ্রাজ রেজিমেন্টের বাহিনীর সদস্যরা বালাকোট সেক্টরে রোজকার মতো নিয়মিত টহল দিচ্ছিলেন ৷ সেই সময় সীমান্তের কাছে সন্দেহজনক ব্যক্তিদের দেখা যায় ৷ তাদের আটকাতে গেল, এলোপাথাড়ি গুলি চালানো হয় ৷ বালাকোটে সীমান্তে ব্যারাকে মোতায়েন বাহিনীর সদস্যরা পালটা জবাব দেয় ৷ সেই গুলাগুলিতে 2 জন সন্ত্রাসবাদী মারা গিয়েছে ৷ ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷ রবিবার সকালে তল্লাশি অভিযানে ওই দুই মৃত জঙ্গির দেহ উদ্ধার করেন আধাসেনার জওয়ানরা ৷

রবিবার আধাসেনার হোয়াইট নাইট কর্পসের তরফে বলা হয়েছে, ‘‘ডাংরির হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের ধরতে অভিযান জারি রয়েছে ৷ বালাকোট সীমান্তে মোতায়েন বাহিনীর সতর্কতার কারণ 2 জঙ্গিকে এখনও পর্যন্ত নিকেশ করা গিয়েছে ৷ ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং অভিযান এখনও চলছে ৷’’ ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্প, যাকে সেনার 16 কর্প বলা হয় ৷ তারা জানিয়েছে, জম্ম ও কাশ্মীরের দক্ষিণে চলা একাধিক অভিযানে নজর রাখা হচ্ছে ৷

আরও পড়ুন:রাজৌরির সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু বেড়ে 4

অন্যদিকে, প্রতিরক্ষা বিভাগের সূত্রের তরফে বলা হয়েছে, ‘‘জঙ্গিদের খোঁজ পাওয়ার পর বালাকোটের বিশাল এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে ৷ সেই অভিযানেই আধাসেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয় ৷ সেই সংঘর্ষে অজ্ঞাত পরিচয় দুই জঙ্গির মৃত্যু হয়েছে ৷’’ প্রসঙ্গত, গত সপ্তাহে রাজৌরির ডাংরিতে জঙ্গি হানায় সাধারণ মানুষের মৃত্যু হয়েছে ৷ যার পরেই উপত্যকায় আধাসেনার তরফে জঙ্গি দমনে একের পর এক অভিযান শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details