পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Migrants Labourers shot: অনন্তনাগে জঙ্গিদের গুলিতে গুরুতর জখম দুই পরিযায়ী শ্রমিক

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার রাখ মোমিন এলাকায় (Rakh Momin Area) শনিবার সন্ধের এই নাশকতার খবর টুইট করে জানিয়েছে কাশ্মীর পুলিশ (Kashmir Zone Police) ৷ পুলিশ জানিয়েছে, নাশকতার পর ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে ৷ জখম দুই শ্রমিককে ভরতি করানো হয়েছে হাসপাতালে ৷

Etv Bharat
অনন্তনাগে জঙ্গিদের গুলিতে গুরুতর জখম দুই পরিযায়ী শ্রমিক

By

Published : Nov 12, 2022, 11:11 PM IST

অনন্তনাগ, 12 নভেম্বর: উপত্যকায় ফের সন্ত্রাসবাদী কার্যকলাপ ৷ জঙ্গিদের ছোড়া গুলিতে অনন্তনাগে গুরুতর জখম হলেন দুই পরিযায়ী শ্রমিক (Two migrants labourers shot at in Anantnag injured) ৷ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার রাখ মোমিন এলাকায় (Rakh Momin Area) শনিবার সন্ধের এই নাশকতার খবর টুইট করে জানিয়েছে কাশ্মীর পুলিশ (Kashmir Zone Police) ৷ পুলিশ জানিয়েছে, নাশকতার পর ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে ৷ জখম দুই শ্রমিককে ভরতি করানো হয়েছে হাসপাতালে ৷

কাশ্মীর জোন পুলিশ টুইটে লিখেছে, "অনন্তনাগে রাখ মোমিন এলাকায় এদিন দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি ছোড়া হয় ৷ এলাকা ঘিরে রেখে আহত দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বিস্তারিত জানতে অপেক্ষা করুন ৷"

আরও পড়ুন:Migrants Shot in Shopian: সোপিয়ানে গ্রেনেড হামলায় নিহত দুই পরিযায়ী শ্রমিক

এদিকে ঘটনার অনতিপরেঅ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট এই নাশকতার দায় স্বীকার করেছে ৷ উপত্যকায় জঙ্গি হামলায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা প্রথম নয় ৷ গত মাসে সোপিয়ানে জঙ্গিদের গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছিলেন উত্তরপ্রদেশের দুই পরিযায়ী শ্রমিক ৷ এর আগে সেপ্টেম্বরে পুলওয়ামায় নাশকতার শিকার হয়েছিলেন দুই পরিযায়ী শ্রমিক ৷ জুন মাসেও বুদগামে প্রাণ হারিয়েছিলেন এক ৷

ABOUT THE AUTHOR

...view details