উদুপি, 22 এপ্রিল : নির্দেশ উপেক্ষা করে হিজাব পরিহিত অবস্থায় শুক্রবার উদুপিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে এসেছিল দুই ছাত্রী আলিয়া আসাদি এবং রেশমা ৷ স্বাভাবিকভাবেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশে বাধা পেতে হয় তাদের ৷ শত অনুরোধের পরেও হিজাব পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি না-মেলায় পরীক্ষা বয়কট করে দুই ছাত্রী (Two Karnataka Students Not Allowed To Take Exams Wearing Hijab) ৷ সবমিলিয়ে হিজাব-কাণ্ডে আবারও উত্তাল কর্নাটক ৷
ধর্মীয় কোনও বেশভূষায় হাজির হলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না ৷ দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরুর আগে স্পষ্ট নির্দেশাবলী ছিল পড়ুয়াদের কাছে ৷ এমনকী পরীক্ষকদের ক্ষেত্রেও একই নির্দেশিকা জারি করা হয়েছিল ৷ তবু আলিয়া আসাদি এবং রেশমা নামে দুই ছাত্রী শুক্রবার বিদ্যোদয়া মহিলা কলেজে হিজাব পরে পরীক্ষাকেন্দ্রে হাজির হয় ৷ বাধা পেয়ে প্রথমে পরীক্ষক এবং পরে কলেজ অধ্যক্ষের কাছে 45 মিনিট ধরে অনুরোধের পরেও মেলেনি ছাড় ৷