পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Stampede Like Situation in Puri: কটকের পর পুরী, মন্দিরে পদপিষ্ট হয়ে জখম 2 - ওডিশার খবর

রবিবার পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় (Stampede Like Situation) ৷ ঘটনায় এক মহিলা ও এক কিশোরী আহত হয়ে হাসপাতালে ভর্তি ৷

two injured due to Stampede Like Situation in Puri Jagannath Temple
ফাইল ছবি ৷

By

Published : Jan 15, 2023, 4:48 PM IST

পুরী ও কটক, 15 জানুয়ারি: শনিবারের পর রবিবার ৷ আবারও মন্দিরে উপচে পড়া ভিড়ের জেরে পদপিষ্ট হওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হল (Stampede Like Situation) ৷ এদিনের ঘটনাস্থলও ওড়িশা ৷ রবিবার পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) দর্শনার্থীদের বেসামাল ভিড়ে অন্তত দু'জনের অসুস্থ হওয়ার খবর মিলেছে ৷ তাঁদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ উল্লেখ্য, শনিবার একই পরিস্থিতি তৈরি হয়েছিল কটকের সিংহনাথ মন্দিরে (Singhanath Temple) ৷ সেই ঘটনায় এক মহিলার মৃত্যু হয় (Cuttack Stampede Death) ৷ আহত হন আরও অনেকে ৷ ঘটনার পর দু'দিনের জন্য সিংহনাথ মন্দির চত্বরে 144 ধারা কার্যকর করা হয়েছে ৷

পুরীর ঘটনায় সংশ্লিষ্ট এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার জগন্নাথ মন্দিরে প্রবল ভিড়ের চাপে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন ৷ তিনি পুরী জেলারই হাতাগড়িয়া শাহি এলাকার বাসিন্দা ৷ এই ঘটনায় কিশোরীও আহত হয়েছে ৷ তার বাড়ি কটক জেলায় ৷ আহত দু'জনকে ইতিমধ্যেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ চিকিৎসা শুরু হওয়ার পর দু'জনেরই পরিস্থিতির উন্নতি হয়েছে ৷

আরও পড়ুন:মকর সংক্রান্তি উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু পুণ্যার্থীর, আহত কমপক্ষে 20

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মকর সংক্রান্তি উপলক্ষে এদিন মন্দিরে ভালোই ভিড় হয়েছিল ৷ সিংহ দুয়ার খুলে দিতেই হুড়মুড়িতে সেখান দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন দর্শনার্থীরা ৷ ঠেলাঠেলির চোটে অনেকে নীচে পড়ে যান ৷ তাতেই দু'জনকে আহত হতে হয় ৷ আসলে মকর সংক্রান্ত উপলক্ষে শনিবার রাত থেকে মন্দিরে বেশ কিছু আচার, অনুষ্ঠান পালন করা হচ্ছিল ৷ ফলে সকালে মন্দির খুলতে কিছুটা দেরি হয়ে যায় ৷ তাতেই ভিড় বেসামাল হয়ে পড়ে ৷ আর তার জেরেই ঘটে যায় দুর্ঘটনা ৷

এদিকে, এই ঘটনার খবর কানে যেতেই পুরীর জগন্নাথ মন্দিরে আসেন জেলাশাসক সমর্থ ভার্মা ৷ জেলা হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসেন তিনি ৷ তবে, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দু'টি এমন ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল ৷ উৎসবের মরশুমে আর কোনও অঘটন ঘটুক, চাইছে না প্রশাসনও ৷ তাই মন্দিরগুলিতে নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে ৷ দর্শনার্থীরা যাতে অহেতুক হুড়োহুড়ি না করেন, তার জন্য তাঁদের সচেতন করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details