পুরী ও কটক, 15 জানুয়ারি: শনিবারের পর রবিবার ৷ আবারও মন্দিরে উপচে পড়া ভিড়ের জেরে পদপিষ্ট হওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হল (Stampede Like Situation) ৷ এদিনের ঘটনাস্থলও ওড়িশা ৷ রবিবার পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) দর্শনার্থীদের বেসামাল ভিড়ে অন্তত দু'জনের অসুস্থ হওয়ার খবর মিলেছে ৷ তাঁদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ উল্লেখ্য, শনিবার একই পরিস্থিতি তৈরি হয়েছিল কটকের সিংহনাথ মন্দিরে (Singhanath Temple) ৷ সেই ঘটনায় এক মহিলার মৃত্যু হয় (Cuttack Stampede Death) ৷ আহত হন আরও অনেকে ৷ ঘটনার পর দু'দিনের জন্য সিংহনাথ মন্দির চত্বরে 144 ধারা কার্যকর করা হয়েছে ৷
পুরীর ঘটনায় সংশ্লিষ্ট এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার জগন্নাথ মন্দিরে প্রবল ভিড়ের চাপে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন ৷ তিনি পুরী জেলারই হাতাগড়িয়া শাহি এলাকার বাসিন্দা ৷ এই ঘটনায় কিশোরীও আহত হয়েছে ৷ তার বাড়ি কটক জেলায় ৷ আহত দু'জনকে ইতিমধ্যেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ চিকিৎসা শুরু হওয়ার পর দু'জনেরই পরিস্থিতির উন্নতি হয়েছে ৷