বেঙ্গালুরু, 30 ডিসেম্বর:প্রাপ্তবয়স্ক না হওয়ায় অনেক ক্ষেত্রেই নাবালিকার বিয়ে বাতিল হয়ে যায় ৷ এমন ঘটনা ঘটে প্রায়শই ৷ তবে, এবার উলট পূরাণের সাক্ষী থাকল কর্ণাটক ৷ বিয়ে বাতিল হল এখানেও ৷ তবে, পাত্রী নাবালিকা বলে যে বিয়ে বাতিল হয়েছে, তেমনটা নয় ৷ বরং এই বিয়ে বাতিল হয়েছে, কারণ, পাত্রের বয়স 21 বছরের কম ৷ আর এদেশে মেয়েদের বিয়ে 18 বছরে বৈধ হলেও ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স হতে হয় 21 বছর ৷ এই ঘটনায় বাল্যবিবাহের (Child Marriage) অভিযোগে 'নাবালক' বরের দিদি এবং তাঁর বন্ধুকে গ্রেফতারও করে পুলিশ ৷ পরে অবশ্য জামিনে ছাড়া পান তাঁরা ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে তরুণের বিয়ে নিয়ে এত হইচই, তিনি পেশায় ক্যাবচালক ৷ থাকেন বেঙ্গালুরু (Bengaluru) শহরের নীলাসান্দ্রা এলাকায় ৷ তাঁর 'বিবাহিতা' স্ত্রীও একই এলাকার বাসিন্দা ৷ গত কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছে এই যুগল ৷ তার জেরেই নেওয়া হয় বিয়ে সিদ্ধান্ত ৷ তবে, এই সিদ্ধান্তে দুই পরিবারের সব সদস্যদের মত ছিল না ৷ ফলে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় যুগল ৷ সূত্রের খবর, সদ্য 18 বছর পূর্ণ করেন ওই তরুণী ৷ কিন্তু, তাঁর প্রেমিকের বয়স এখনও 21 বছর পূর্ণ হয়নি ৷ এই অবস্থায় গত 4 নভেম্বর বিয়ে করেন তাঁরা ৷ বিয়ে হয় তামিলনাড়ুর থিরুভাল্লুরে ৷
আরও পড়ুন:বাল্যবিবাহ ঠেকাতে ইউনিসেফের সঙ্গে গাঁটছড়া রাজ্য়ের