কান্নুর (কেরল), 2 ফেব্রুয়ারি:গাড়িতে আগুন ধরে যাওয়ায় মর্মান্তিক ভাবে প্রাণ গেল এক গর্ভবতী ও তাঁর স্বামীর (Pregnant Woman Charred to Death)৷ কোনওক্রমে বেঁচেছেন গাড়িতে থাকা বাকি চারজন ৷ বৃহস্পতিবার সকালে কেরলে এই ঘটনা ঘটে ৷ একটি গাড়িতে করে কান্নুর জেলা হাসপাতালে যাচ্ছিলেন হতাহতেরা ৷ আচমকাই সেই গাড়িতে আগুন ধরে যায় ৷ ওই গাড়িতে ছয়জন যাত্রী ছিলেন (Car catches fire in Kannur)৷
হাসপাতালে যাওয়ার পথে গাড়িতে আচমকা আগুন: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুট্টিয়াত্তুর কারারম্বুরের বাসিন্দা প্রজিত (32) এবং তাঁর স্ত্রী রীশা (26) তাঁদের বাড়ি থেকে জেলা হাসপাতালে যাচ্ছিলেন ৷ সেই সময়ই ঘটনাটি ঘটে ৷ নিহত দম্পতি একটি সুজুকি এস-প্রেসো গাড়ির সামনে বসেছিলেন । বাকি চারজন যাত্রী - দম্পতির কন্যা শ্রীপার্বতী, রীশার বাবা-মা কুঝিক্কল বিশ্বনাথন ও শোভা এবং রীশার পিসি সজিনা - পিছনের আসনে বসেছিলেন ৷
কিন্তু গাড়িতে আচমকা আগুন লেগে যাওয়ায় গাড়ি থেকে লাফ দিয়ে কোনও ক্রমে পালাতে সক্ষম হন পেছনের সিটে বসে থাকা যাত্রীরা ৷ তবে সামনের আসন থেকে আর বেরোতে পারেননি ওই দম্পতি (Couple charred to death in Kerala)৷