বারামুলা, 6 মে: উপত্যকার দু'জায়গায় দু'টি এনকাউন্টার চলছে ৷ একটি রাজৌরিতে, অন্যটি বারামুলায় ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে উত্তর কাশ্মীরের বারামুলা জেলার কারহামা কুনজের এলাকায় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীদের মধ্যে এনকাউন্টার শুরু হয় ৷ পুলিশ জানিয়েছে, বারামুলার কারহামা কুনজের এলাকায় এনকাউন্টার চলছে ৷ পুলিশ ও নিরাপত্তাবাহিনী তাদের কাজ করে যাচ্ছে ৷
পুলিশ ও নিরাপত্তাবাহিনী গোপন সূত্রে খবর পায় যে জঙ্গিরা রয়েছে ৷ তারা এলাকাটি ঘিরে ফেলে ৷ লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে ৷ বাহিনী পালটা জবাব দেয়। বারামুলার এসএসপি আমোদ অশোক নাগপুরে জানিয়েছেন, সন্দেহজনক গতিবিধি সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছে ৷
তিনি বলেন, "আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু হতেই এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান আরম্ভ করি ৷ তাতেই একজন লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে ৷" উপত্যকায় জি-20 সামিট চলছে ৷ তাই সেনাবাহিনী সতর্ক রয়েছে ৷ তিনি আশ্বাস দিয়েছেন উপত্যকায় জি-20 গোষ্ঠীর সম্মেলন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে ৷ যে কোনও রকম সন্ত্রাসবাদী হামলার সূত্র পেলেই তার মোকাবিলা করবে বাহিনী ৷