চন্দ্রপুরা (মহারাষ্ট্র), 9 এপ্রিল: জঙ্গলে ঘুরতে গিয়ে মৌমাছির ঝাঁকের হামলার শিকার পর্যটকরা ৷ এই ঘটনায় দুই পর্যটকের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে ৷ আরও 5 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ শনিবার দুপুর 12টা নাগাদ মহারাষ্ট্রের চন্দ্রপুরা জেলার গোবিন্দপুরের তালোধি বালাপুর জঙ্গলে এই ঘটনাটি ঘটেছে ৷ মৌমাছির হামলায় মৃতরা হলেন অশোক বিভীষণ মেন্ধে (62) এবং গুলাব রাও পোচে (58) ৷ তাঁরা দু’জনেই নাগপুরের বাসিন্দা ৷ জানা গিয়েছে, মৌমাছির হামলায় আহতদের মধ্যে একটি 6 মাসের শিশু রয়েছে ৷
পাহাড়ি ওই জঙ্গলে নাইট ক্যাম্পে পর্যটকরা ঘুরতে গিয়েছিলেন ৷ সেখানেই মৌমাছির ঝাঁক ওই পর্যটক দলের উপর হামলা করে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতর এবং মেডিক্যাল টিম ৷ আহত গুলাব রাও পোচেকে উদ্ধার করে পাহাড় থেকে নিচে নামানোর সময়, মাঝরাস্তায় তাঁর মৃত্যু হয় ৷ আর অশোক বিভীষণ মেন্ধের দেহ পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে পাওয়া যায় ৷ বাকি আহত 5 জনের মধ্যে একজন মহিলা এবং তাঁর 6 মাসের সন্তান রয়েছে ৷ তাঁদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ শনিবার মধ্যরাত পর্যন্ত জঙ্গলে তল্লাশি চলেছে ৷
উল্লেখ্য, ওই পাহাড়ি জঙ্গলে এর আগেও মৌমাছির হামলার ঘটনা ঘটেছে ৷ তবে, প্রথমবার কোনও পর্যটকের মৃত্যু হল ৷ তাও আবার একসঙ্গে 2 জনের ৷ মহারাষ্ট্র বন দফতরের তরফে জানানো হয়েছে, তালোধি বালাপুর জঙ্গলে পর্যটনে একাধিকবার আপত্তি জানানো হলেও নাগপুরের বেশ কয়েকটি পর্যটন সংস্থা পর্যটকদের পাহাড়ি দৃশ্য উপভোগ করার জন্য সেখানে নিয়ে গিয়েছে ৷ এমনকি সেখানে রাতের ক্যাম্প করে বিনোদনের ব্যবস্থাও করা হয় ৷ বন দফতরের তরফে জানানো হয়েছে, ওই এলাকা সাময়িকভাবে পর্যটনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন:গ্রামে হাতির হানা রুখতে মৌমাছি চাষ, আর্থিক লাভও হচ্ছে গ্রামবাসীদের
ওই জঙ্গলে একাধিকবার বাঘ, চিতাবাঘ, ভাল্লুক এবং অন্যান্য জীবজন্তু দেখা গিয়েছে ৷ ফলে আগেও তালোধি বালাপুর জঙ্গলে পর্যটনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ তা সত্ত্বেও বেশ কিছু পর্যটন সংস্থা সেখানে পর্যটকদের নিয়ে গিয়েছে প্রাকৃতিক শোভা দেখানোর জন্য ৷ এমনকি, পাহাড়ে ট্রেকিংয়ের ব্যবস্থাও করা হয় মাঝে মধ্যে ৷ আর মৌমাছির হামলার মতো ঘটনা সেখানে প্রায়শই ঘটে থাকে ৷ কিন্তু, বন দফতরের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে পর্যটনের ব্যবসা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷